• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

মার্কিন নির্বাচনে অভিবাসী বড় নিয়ামক

অনলাইন ডেস্ক
  ০৮ নভেম্বর ২০১৬, ০৯:১৯

নানা জাতি, বর্ণ, সভ্যতা আর নানা সংস্কৃতির দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। এদেশের নির্বাচনে ইমিগ্রান্ট বা অভিবাসী ভোট ফলাফল নির্ধারণে একটি বড় নিয়ামক। এই ভোটের বড় অংশই যায় ডেমোক্রেটদের ঘরে। এবারো এর ব্যতিক্রম হবে না বলে মনে করছেন অভিবাসী ভোটাররা।

মাল্টিকালচারাল দেশ যুক্তরাষ্ট্রের সবচে বড় শহর নিউইয়র্ক। এ শহরে বসবাসকারী অধিকাংশ মানুষই হলো অভিবাসী। তারা মনে করেন ডেমোক্রেট দলের কেউ দেশের প্রেসিডেন্ট থাকলে নিজেদের সুযোগ-সুবিধা ও বৈধতায় বড় ভুমিকা থাকবে।

উল্টোদিকে, রক্ষণশীল মনোভাবের দল রিপাবলিকানরা অভিবাসী বিরোধী। এ দলের কেউ রাষ্ট্রের সর্বোচ্চ পদে থাকলে ভুলণ্ঠিত হবে নৈতিক অধিকার। এমন ধারণা অনেক অভিবাসীর।

যুক্তরাষ্ট্রে এমনও প্রচলিত আছে যে ধনি, বিত্তশালী আর বুর্জুয়াদের দল রিপাবলিকান পার্টি। যেখানে সাধারণ আর খেটে খাওয়া মানুষের স্বার্থ ঠিক মত সংরক্ষণ হয় না। এমন অভিযোগ অস্বীকার করে রিপাবলিকানদের দাবি, দেশের অর্থনীতির গতি ঠিক রাখাই দলের মূল উদ্দেশ্য।

যদিও ডেমোক্রেট-রিপাবলিকান উভয় পার্টির পক্ষে বিপক্ষেই রয়েছে নানা যুক্তি আর সফলতার মতামত। যার প্রতিফলন ঘটবে নির্বাচনের দিন।

রাজীব খান/ জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh