• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

মুম্বাইয়ে আবাসিক এলাকায় বিমান বিধ্বস্ত, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৮ জুন ২০১৮, ১৬:২০

ভারতে মুম্বাইয়ে আবাসিক এলাকায় একটি চার্টার্ড বিমান বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবার (২৮ জুন) শহরের পূর্বাঞ্চলে ঘাটকোপাড়ের সর্বোদয় এলাকায় এই বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত হয়েছেন অন্তত পাঁচজন। পাইলট বিমানটি অবতরণের চেষ্টার সময় সেটি বিধ্বস্ত হয়। অবতরণের সামান্য আগে বিমানটি নির্মাণাধীন একটি বাড়ির কাছে আছড়ে। মাটিতে আঘাতের সঙ্গে সঙ্গে বিস্ফোরিত হয় সেটি। খবর টাইমস, এনডিটিভি।

বিমানে থাকা দুজন পাইলট এবং দুজন রক্ষণাবেক্ষণ প্রকৌশলী নিহত হয়েছেন। বিমান বিধ্বস্ত এলাকায় একজন নিহত হয়েছেন। এরই মধ্যে উদ্ধারকাজে নেমেছে দমকল কর্মীরা। তারা দুজনের লাশ উদ্ধার করেছে।

--------------------------------------------------------
আরও পড়ুন: পর্যটক টানতে লেবাননের রাস্তায় হাফপ্যান্ট পরা নারী পুলিশ (ভিডিও)
--------------------------------------------------------

জানা গেছে, উত্তর প্রদেশ সরকারের বিচক্রাফট কিং এয়ার সি৯০ বিমানটি অবতরণের ঠিক আগে ঘাটকোপাড়ে ভেঙে পড়ে। একটি নির্মাণাধীন বহুতল ভবনের কাছেই ভেঙে পড়ে বিমানটি। সঙ্গে সঙ্গে তাতে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। কালো ধোঁয়ায় গোটা এলাকা ভরে যায়। খবর পেয়ে সেখানে ছুটে আসে দমকলের বেশ কয়েকটি গাড়ি। চলে আগুন নেভানোর কাজ।

পুলিশ জানায়, বিমানটি বিধ্বস্ত হওয়ার পর পুরো এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়।

এদিকে এলাকাটিতে ঘন জনবসতি থাকায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। দুর্ঘটনাস্থলটি ঘিরে রেখেছে পুলিশ। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে।

উল্লেখ্য, ২০১৪ সালে বিমানটি মুম্বাইয়ের ইউ ওয়াই অ্যাভিয়েশন নামের একটি সংস্থার কাছে উত্তরপ্রদেশ সরকার বিক্রি করেছিল বলে জানা গেছে।

আরও পড়ুন:

এপি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিমানবন্দরের বাউন্ডারি ভেঙে বাসচাপায় প্রকৌশলী নিহত, চালক গ্রেপ্তার 
চেন্নাইকে বিধ্বস্ত করে জয়ে ফিরলো লখনৌ
ইসরায়েলি হামলার প্রতিশোধের বিষয়ে যা জানাল ইরান
নিরাপত্তা প্রাচীর ভেঙে বিমানবন্দরে বাস, প্রকৌশলী নিহত
X
Fresh