• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

সিনেমা হল চালুর পর স্টিয়ারিং হাতে সৌদি নারীরা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৪ জুন ২০১৮, ১২:১৫

সিনেমা ও সিনেমা হল চালুর মাধ্যমে ঐতিহাসিক সংস্কার আনার পর সৌদিতে এবার নারীদের জন্য গাড়ি চালানোর রীতি বাস্তবায়ন হলো। আজ রোববার থেকে স্টিয়ারিং হাতে রাস্তায় নামলেন দেশটির নারীরা।

এক দশকেরও বেশি সময় দেশটিতে মেয়েদের গাড়ি চালানোর উপর নিষেধাজ্ঞা ছিল। বহু বছর ধরে চলা প্রচারণার পরিপ্রেক্ষিতে অবশেষে হুইলের পেছনে নিজেদের কর্তৃত্ব কায়েম করলেন সৌদি নারীরা। খবর বিবিসি ও সিএনএন এর।

২০১৭ সালে সৌদি আরবের কয়েকটি নীতির ঐতিহাসিক সংস্কারের ঘোষণা দিয়েছিলেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। ওই বছরই এ নিয়ে দেশটির সরকার ডিক্রি জারি করে।

আজ রোববারই ওই ডিক্রির একটি নীতি বাস্তবায়ন হলো। স্টিয়ারিং হাতে রাস্তায় নামলেন সৌদি নারীরা।

--------------------------------------------------------
আরও পড়ুন : কে হচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট
--------------------------------------------------------

সম্প্রতি সৌদি আরবে নারীদের গাড়ি চালানোর জন্য লাইসেন্স দেয় দেশটির সরকার। এছাড়া দেশটিতে এরইমধ্যে সিনেমা হল চালু করে সিনেমা প্রদর্শন শুরু হয়েছে।

নারীদের গাড়ী চালানো ছাড়াও সৌদিতে ক্রমবর্ধমান আধুনিকায়ন ও পশ্চিমা বিশ্বের সাথে তাল মিলিয়ে সিনেমা ও সিনেমা হল নির্মাণসহ বেশ কয়েকটি বিষয় এই নীতির অন্তর্ভুক্ত ছিল।

এর মাধ্যমে সৌদি যুবরাজ দেশটিকে অতি-রক্ষণশীল অবস্থা থেকে বের করে আনার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছেন।

আরও পড়ুন :

কেএইচ/ এসআর

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কিডনি দিয়ে স্বামীকে বাঁচানো ববিতার প্রাণ গেল ছিনতাইকারীদের হাতে
দুর্ঘটনায় অভিনেত্রীর হাতের দুটো হাড় ভেঙে গেছে (ভিডিও)
নেশার টাকা না দেওয়ায় মায়ের হাতের রগ কেটে দিয়েছে ছেলে!
মাদকের টাকার জন্য স্ত্রীকে ধর্ষকদের হাতে তুলে দিলেন স্বামী
X
Fresh