• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

যুক্তরাষ্ট্রের ক্ষতির চেষ্টা করছেন পুতিন: হিলারি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৩ জুন ২০১৮, ১৭:০৭

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের ক্ষতি করার চেষ্টা করছেন। শুক্রবার আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনের ট্রিনিটি কলেজে এক বক্তৃতায় এমনটা বললেন যুক্তরাষ্ট্রের সাবেক মার্কিন ফার্স্ট লেডি ও পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। খবর রয়টার্স।

বক্তৃতায় হিলারি ক্লিনটন বলেন, পুতিন নিজেকে কর্তৃত্বপরায়ণ, কট্টর শ্বেতাঙ্গ এবং একনায়ক শাসকদের নেতা হিসেবে পরিচিত করে তুলেছেন। পুতিন চান, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে ফাটল ধরুক এবং মার্কিন গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হোক।

এদিকে রাশিয়ার সেনাবাহিনীর রাসায়নিক ও জীবাণু অস্ত্র সুরক্ষা ইউনিটের কমান্ডার মেজর জেনারেল ইগোর কিরিল্লোভ বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ভুয়া তথ্যপ্রমাণ উপস্থাপন করে সিরিয়ার বেসামরিক জনগণের ওপর রাসায়নিক হামলার জন্য দেশটির সরকারকে দায়ী করেছে।

শনিবার মস্কোয় সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স ও তাদের মিত্ররা আন্তর্জাতিক সমাজকে বিভ্রান্ত করেছে। তারা ভুয়া তথ্যপ্রমাণের ভিত্তিতে অভিযোগ করেছে যে, সিরিয়া সরকার রাশিয়ার সহযোগিতায় রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে।

আরও পড়ুন :

এপি/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
ইসরায়েলবিরোধী বিক্ষোভে উত্তাল মার্কিন বিশ্ববিদ্যালয়গুলো, গণগ্রেপ্তার
যুক্তরাষ্ট্র থেকে দেশে আসা গাঁজার চকলেট-কেক জব্দ, গ্রেপ্তার ৩
‘শ্রম আইন নিয়ে টালবাহানা করছে যুক্তরাষ্ট্র’
X
Fresh