• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের জন্য এখনও বড় হুমকি: ট্রাম্প

আরটিভি অনলাইন ডেস্ক

  ২৩ জুন ২০১৮, ১৩:৫০

উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্র পারমাণবিক নিরস্ত্রীকরণ চুক্তি করলেও দেশটিকে এখনও বড় হুমকি মনে করে যুক্তরাষ্ট্র।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার উত্তর কোরিয়ার ওপর অর্থনৈতিক অবরোধ নবায়ন করে বলেন, উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের জন্য ‘অসাধারণ হুমকি’।

শুধু তাই নয়, ট্রাম্প প্রশাসন দেশটির ওপর আরোপিত নিষেধাজ্ঞার মেয়াদ আরও বৃদ্ধি করেছে।

মাত্র ১০ দিন আগে সিঙ্গাপুরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যে অনুষ্ঠিত হয়েছে ঐতিহাসিক বৈঠক। আর এরইমধ্যে এই দুই নেতার মধ্যে সম্পর্কের টানাপোড়েন দেখা দিয়েছে। উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞার মেয়াদ আরও বৃদ্ধি করার ঘোষণা এই দুই দেশের মধ্যে সম্পর্ক ভেঙ্গে যাবার ঈঙ্গিত বলে মনে করছেন বিশ্লেষকরা।

গত ১২ জুন সিঙ্গাপুরের সন্তোষা দ্বীপে ট্রাম্প-কিমের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। ১৩ জুন এক টুইট বার্তায় ট্রাম্প বলেন, উত্তর কোরিয়ার নিকট থেকে দীর্ঘ মেয়াদি আর কোনো পরমাণু হুমকি নেই।

আরও পড়ুন :

এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুদ্ধের জন্য সেনাবাহিনীকে জোর প্রস্তুতির নির্দেশ কিমের
খাদ্যের বিনিময়ে রাশিয়াকে ৬৭০০ কনটেইনার অস্ত্র দিয়েছে উ. কোরিয়া!
X
Fresh