• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

ভারতে ট্রাক্টর-গাড়ির সংঘর্ষে নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২১ জুন ২০১৮, ১৪:১৬

ভারতের মধ্যপ্রদেশে ট্রাক্টর-গাড়ির সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবারের এই সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন অন্তত ১২। এছাড়া আহত হয়েছেন অন্তত আটজন । দেশটির পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন। খবর সিনহুয়া, ইন্ডিয়ান এক্সপ্রেস।

দেশটির মধ্য প্রদেশ রাজ্যের মোরেনা জেলার পুলিশ সুপার অমিত সাংঘির উদ্ধৃতি দিয়ে পিটিআই জানায়, বৃহস্পতিবার সকাল ৬টার দিকে ট্রাক্টরটি একটি যাত্রীবাহী গাড়িকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সময় ২০জন যাত্রীবাহী গাড়ীটি গঞ্জরমপুর গ্রাম অতিক্রম করছিল।

তিনি আরও বলেন, ঘটনাস্থলেই ১২ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত ৮ জন। তাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা সবাই গওয়ালিয়র জেলার।

পুলিশ সুপার অমিত সাংঘি জানান, এরই মধ্যে ট্রাক্টর চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

----------------------------------------------------------------------
আরও পড়ুন : জুলাইতে যুক্তরাজ্যে রানীর সঙ্গে দেখা করবেন ট্রাম্প
----------------------------------------------------------------------

এপি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতের রাষ্ট্রপতির কাছ থেকে পদ্মশ্রী নিলেন রেজওয়ানা চৌধুরী বন্যা  
সুনামগঞ্জ শহরে ট্রাক্টর ও সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
ভারত-পাকিস্তান সিরিজ প্রসঙ্গে রোহিতের সঙ্গে সুর মেলালেন আফ্রিদি
ভারতের পররাষ্ট্র সচিব যেদিন আসতে পারেন ঢাকায়
X
Fresh