• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

পাক-ভারত সম্পর্ক নিয়ে চীনের দূতিয়ালিতে ক্ষুব্ধ দিল্লি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৯ জুন ২০১৮, ১৭:২০

ভারত ও পাকিস্তানের সম্পর্ক নিয়ে চীনের নাক গলানোতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে দিল্লি। ভারতে চীনা রাষ্ট্রদূত লুও শাওহুই এ ব্যাপারে গতকাল সোমবার যে প্রস্তাব দিয়েছিলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার তা খারিজ করে দিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ‘এ ব্যাপারে চীনা রাষ্ট্রদূতের যে মন্তব্য প্রকাশিত হয়েছে, তা আমাদের নজরে এসেছে। চীনা সরকারের তরফে এমন কোনও প্রস্তাব আমরা এখনও পাইনি। বিষয়টিকে আমরা চীনা রাষ্ট্রদূতের ব্যক্তিগত মন্তব্য বলেই ধরে নিচ্ছি।’

গতকাল সোমবার দিল্লিতে ভারত-চীন সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে একটি সেমিনারে চীনা রাষ্ট্রদূত লুও শাওহুই বলেছেন, ‘যেভাবে মঙ্গোলিয়ার সঙ্গে রাশিয়ার সমস্যা মেটাতে তৃতীয় পক্ষ হিসেবে চীনের ভূমিকা ছিল, আমার কয়েকজন ভারতীয় বন্ধু চান, ঠিক সেভাবেই ভারত-পাকিস্তান সম্পর্ক সহজতর করতে ত্রিপাক্ষিক বৈঠকে বসতে পারে চীন।’

গত এপ্রিলে উহানে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (এসসিও)-এর বৈঠকের এক ফাঁকে আলাদাভাবে বৈঠকে বসেন চীনা প্রেসিডেন্ট শি চিনফিং ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে চীনা প্রেসিডেন্ট বলেন, ভারত ও পাকিস্তানের সম্পর্ককে সহজতর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে এসসিও।

জানা গেছে, ভারত-পাকিস্তান সম্পর্ককে সহজতর করতে বেজিংয়ের এত আগ্রহী হয়ে ওঠার কারণ চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (সিপিইসি)। ওই করিডোর ভারতের একটি অংশের (যা বিতর্কিতও বটে) মধ্যে দিয়ে যাবে বলে দিল্লি ওই করিডোরের বিরোধিতা করে চলেছে দীর্ঘদিন ধরে। দিল্লির বক্তব্য, ‘ওই করিডোর ভারতের সার্বভৌমত্ব ও আঞ্চলিক স্বাধীনতাকে ক্ষুণ্ণ করছে।’

অপরদিকে বেইজিং চাইছে, ‘ভারত-পাকিস্তানের সম্পর্ককে সহজতর করে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে ওই করিডোরের ওপর থেকে দিল্লির বাধা সরিয়ে দিতে।’

পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এবার মাহির সঙ্গে গোপন সম্পর্ক নিয়ে মুখ খুললেন জয়
নারী কয়েদির সঙ্গে কারারক্ষীর অনৈতিক সম্পর্ক, অতঃপর...
তবে কি প্রিয়াঙ্কা-পরিণীতির সম্পর্কে ফাটল
বিভিন্ন দেশের শিক্ষার্থীদের অংশগ্রহণে চীনের নানজিং ইউনিভার্সিটিতে পহেলা বৈশাখ উদযাপন
X
Fresh