• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে সাবেক ইসরায়েলি মন্ত্রী আটক

আন্তর্জাতিক ডেস্ক

  ১৯ জুন ২০১৮, ১২:৫৬

ইসরায়েলের সাবেক ক্যাবিনেট মন্ত্রী গোনেন সেগেভকে ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক করা হয়েছে। ইসরায়েলের নিরাপত্তা কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। খবর পার্সটুডের।

গোনেন সেগেভ নাইজেরিয়াতে বসবাস করছিলেন। তবে গত মে মাসে গায়ানা সফরের সময় তাকে আটক করা হয়। সেখান থেকে তাকে ইসরায়েলে পাঠানো হয়েছে। গোনেন সেগেভ যুদ্ধক্ষেত্রের গুরুত্বপূর্ণ তথ্য শত্রুর কাছে পাচার করেছেন এবং ইসরায়েল রাষ্ট্রের বিষয়ে গুপ্তচরবৃত্তি করেছেন বলে সন্দেহ করা হচ্ছে। গতকাল সোমবার ইসরায়েলের নিরাপত্তা সংস্থা শিন বেত এসব কথা জানিয়েছে।

শিন বেথ দাবি করেছে, ১৯৯০ দশকের মাঝামাঝি সময়ে ইসরায়েলের জ্বালানিমন্ত্রীর দায়িত্ব পালনের সময় সেগেভ ইরানি গোয়েন্দা সংস্থার এজেন্ট হিসেবে কাজ করেছিলেন। সেসময় ইসরায়েলের জ্বালানি বাজার ও নিরাপত্তা স্থাপনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য ইরানকে দিয়েছিলেন তিনি। পাশাপাশি ইসরায়েলের অনেক গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা ও নিরাপত্তা সংস্থার কর্মকর্তা সম্পর্কে তথ্য পাচার করেছিলেন।

শিন বেত জানিয়েছে, ৬২ বছর বয়সী সেগেভ ইসরায়েলের নিরাপত্তা সেক্টরের কিছু লোকজনকে ইরানের গোয়েন্দা এজেন্টদের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা করে দিয়েছেন। তিনি নাকি ইরানের গোয়েন্দা এজেন্টদেরকে ব্যবসায়ী হিসেবে তুলে ধরেন। সেগেভের আইনজীবী বলেছেন, রাষ্ট্রীয়ভাবে বিষয়টির গোপনীয়তা বজায় রাখার চাপ থাকায় তিনি এখনই সবকিছু প্রকাশ করতে পারছেন না। তবে এর ভিন্ন চিত্র রয়েছে বলে জানান তিনি।

এ/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিরিয়ায় বিমান হামলায় ইরানের কমান্ডারসহ নিহত ১৩
একদিনে ৭ জনের শিরশ্ছেদ করল সৌদি 
ইরানে কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের বশির
যুদ্ধ বন্ধে মার্কিন ভেটো শতাব্দীর সেরা কূটনীতিক বিপর্যয় : ইরান
X
Fresh