• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ফিলিস্তিনের ঘুড়ির জবাবে ইসরায়েলের ড্রোন

আন্তর্জাতিক ডেস্ক

  ১৮ জুন ২০১৮, ২১:৩৭

ইসরায়েলে আগ্নেয়ঘুড়ি ও বেলুন পাঠানোর প্রতিবাদে ফিলিস্তিনের গাজায় হামাসের নয়টি সামরিক স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। সোমবার চালানো এই হামলায় এখনও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে আল জাজিরা।

এদিকে গাজা-ইসরায়েল সীমান্তের কাছে অস্পষ্ট কারণে এদিন সাবরি আবু কাদের নামের এক ফিলিস্তিনির মৃত্যু হয়েছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২৪ বছর বয়সী এই ফিলিস্তিনি হাসপাতালে আসার ঘণ্টাখানেক পর মারা যান। তবে তার মৃত্যুর কারণ সম্পর্কে কিছু জানানো হয়নি।

কয়েক সপ্তাহ ধরে ফিলিস্তিনিরা তেলে কাপড় ডুবিয়ে তাতে আগুন ধরিয়ে ঘুড়ির সঙ্গে জুড়ে দিয়ে গাজা সীমান্ত থেকে ইসরায়েলি ভূখণ্ডের দিকে ছুড়ে মারছে। জবাবে ছোড়া বেশকিছু ইসরায়েলি ড্রোন ভূ-পাতিত করতে সক্ষম হয়েছে ফিলিস্তিনিরা।

এতে ইসরায়েলের কোনও নাগরিক নিহত বা আহত হননি কিন্তু কৃষিজমিতে ২৫ লাখ ডলারের ক্ষতি হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার।

উল্লেখ্য, গত ৩০ মার্চ থেকে শুরু হওয়া গাজাবাসীর সাপ্তাহিক বিক্ষোভ কর্মসূচিতে ইসরায়েলি সেনাদের গুলিতে ১২০ জনের অধিক বিক্ষোভকারী নিহত এবং ৩ হাজার ৮০০ জনের অধিক আহত হয়েছেন। হতাহতদের মধ্যে বেশিরভাগই ছিলেন নিরস্ত্র।

কে/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘ইসরায়েলি ভাস্করের পুরস্কার নিয়ে গণহত্যাকে সমর্থন করেছেন ড. ইউনূস’
গাজায় নিহত বেড়ে ৩২ হাজার ৪৯০
গাজায় গণহত্যা চলছেই, যুদ্ধবিরতির প্রস্তাব মানছে না ইসরায়েল
গাজায় বিমান থেকে ফেলা ত্রাণ নিতে গিয়ে নিহত ১৮
X
Fresh