• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

স্কটল্যান্ডের ঐতিহ্যবাহী গ্লাসগো স্কুল অব আর্টে ফের ভয়াবহ আগুন

আন্তর্জাতিক ডেস্ক

  ১৬ জুন ২০১৮, ১৮:০৮

স্কটল্যান্ডের গ্লাসগো স্কুল অব আর্টে ফের ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। গত চার বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো অগ্নিকাণ্ডের শিকার হলো স্কুলটি।

শনিবার সকালে প্রত্যক্ষদর্শীরা স্কুলটির ম্যাকিনটোশ ভবনে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখেছে বলে জানিয়েছে সিএনএন। মুহূর্তের মধ্যেই আগুন পাশের একটি নাইটক্লাবে ছড়িয়ে যায়।

স্কটিশ ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস জানিয়েছে, আগুন লাগার পর স্বয়ংক্রিয় সতর্ক সংকেত বেজে ওঠে স্থানীয় সময় ১১টা ২০ মিনিটের দিকে। ১২০ জনের বেশি অগ্নিনির্বাপককর্মী আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছেন।

স্কটিশ ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসের ডেপুটি চিফ অফিসার আইয়ান বুশেল জানান, এটা দারুণ ঝুঁকিপূর্ণ এবং জটিল পরিস্থিতি। আগুন নিয়ন্ত্রণে আসতে অনেক সময় লাগবে। আগুনে ০২ এবিসি নাইট ক্লাবসহ বেশকিছু গুরুত্বপূর্ণ স্থাপনা পুড়ে গেছে। তবে এখনও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

ম্যাকিনটোশ ভবনটির ডিজাইন করেছেন বিখ্যাত স্থপতি চার্লস রেনি ম্যাকিনটোশ। এর আগে ২০১৪ সালে অগ্নিকাণ্ডের ঘটনায় ভবনটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তখন থেকেই ভবনটির সম্প্রসারণসহ মেরামতের কাজ চলছিল। আগামী বছর খুলে দেয়া হতো এটি।

স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টারজিওন টুইটবার্তায় জানান, সবাই নিরাপদে আছেন। কিন্তু গ্লাসগোর স্কুল অব আর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় আমার হৃদয় ভেঙে গেছে।

গ্লাসগো উত্তর-পূর্বের সংসদ সদস্য পল সুইনি টুইটবার্তায় বলেন, স্থাপত্যের দিক দিয়ে গ্লাসগোর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভবনটির ক্ষয়ক্ষতি কমানোর জন্য সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে স্কটিশ ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসের কর্মীরা।

কে/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লরি-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে আগুন, নিহত ১
নামাজ চলাকালে মসজিদে এসি বিস্ফোরণ
পতেঙ্গায় নোঙ্গররত ফিশিং বোটে আগুন, দগ্ধ ৪
স্কয়ারের কসমেটিকস গোডাউনে আগুন, আড়াই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
X
Fresh