• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ইরানের ইউরেনিয়াম সক্ষমতা বাড়ানোর নির্দেশ খামেনির

আন্তর্জাতিক ডেস্ক

  ০৫ জুন ২০১৮, ১৯:৫৪

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি ইউরেনিয়াম সক্ষমতা বাড়ানোর প্রস্তুতির নির্দেশ দিয়েছেন। ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সক্ষমতা এক লাখ ৯০ হাজার এসডব্লিউইউতে উন্নীত করার প্রস্তুতি নিতে জাতীয় আণবিক শক্তি সংস্থার প্রতি নির্দেশ দিয়েছেন তিনি। সোমবার বিকেলে এক সমাবেশে ভাষণ দেয়ার সময় তিনি এ নির্দেশ দেন। খবর বিবিসি, পার্সটুডের।

খামেনি বলেন, পরমাণু সমঝোতার ভিত্তিতে মঙ্গলবার থেকেই এ সংক্রান্ত প্রস্তুতি শুরু করতে হবে। তিনি আরও বলেন, কোনও কোনও ইউরোপীয় সরকারের কথাবার্তা থেকে মনে হচ্ছে তারা চায় ইরানি জাতি নিষেধাজ্ঞাও সহ্য করবে আবার পরমাণু কর্মসূচিও বন্ধ রাখবে। কিন্তু ওইসব ইউরোপীয় সরকারের জেনে রাখা উচিত তাদের এই দিবাস্বপ্ন কখনও সত্যি হবে না।

নিশ্চিতভাবেই খুব শিগগিরই ইরানের জন্য পরমাণু তৎপরতার প্রয়োজন দেখা দেবে বলে তিনি জানান খামেনি।

এদিকে জাতিসংঘের কাছে পাঠানো একটি চিঠিতে ইরান জানিয়েছে যে, তারা আবার ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ক্ষমতা বাড়াতে যাচ্ছে।

দেশটি বলছে, তারা ইউরেনিয়াম হেক্সাফ্লুরাইড তৈরির ক্ষমতা বাড়াবে, যেটি আসলে ইউরেনিয়াম সমৃদ্ধ করার একটি অন্যতম প্রধান উপাদান।

অন্যদিকে ইরানের পারমাণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরৌজ কামালভান্দি বলেছেন, পারমাণবিক সক্ষমতা অর্জনের প্রক্রিয়া ভালোভাবেই চলছে। প্রয়োজন পড়লে এই কাজ আরও দ্রুত করা হবে।

এর আগে গত ৯ মে ইরানের সঙ্গে ছয় জাতির পারমাণবিক চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে নেয় মার্কিন যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ঘোষণা দেন। সেসময় ট্রাম্প জানান যে, তিনি ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করবেন।

তবে যুক্তরাষ্ট্র চুক্তি থেকে বের হয়ে গেলেও ইউরোপীয় দেশগুলো ও চীন জানায় যে, তারা পারমাণবিক চুক্তিতেই থাকবে।

উল্লেখ্য, ২০১৫ সালে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, ব্রিটেন, রাশিয়া ও চীন একটি চুক্তিতে সই করে।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাঁদে পরমাণুকেন্দ্র গড়ার পরিকল্পনা রাশিয়ার
৩ গুণীজনের ওয়াজেদ মিয়া স্বর্ণপদক অর্জন
পরমাণু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়ার ৮২তম জন্মবার্ষিকী আজ
নতুন পরমাণুচুল্লি তৈরির ঘোষণা ইরানের
X
Fresh