• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ফের জরিপে এগিয়ে হিলারি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৩ নভেম্বর ২০১৬, ১৩:৩৮

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের বাকি ৪ দিন। ফের জরিপে এগিয়ে গেলেন ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটন। বুধবার রয়টার্স-ইপসসের করা জরিপের ফলাফল প্রকাশিত হয়। যেখানে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের থেকে ৬ পয়েন্টে এগিয়ে আছেন হিলারি।

যুক্তরাষ্ট্রের জাতীয়ভাবে করা সব জরিপের গড় করে দেখা গেছে ট্রাম্পের চেয়ে ১ দশমিক ৭ শতাংশ পয়েন্টে এগিয়ে ছিলেন হিলারি। তার পক্ষে ৪৭ শতাংশ এবং ট্রাম্পের পক্ষে ৪৫ দশমিক ৩ শতাংশ মানুষ সমর্থন জানিয়েছেন।

এর আগে এফবিআই ফের হিলারির ই-মেইল তদন্তের ঘোষণা দেয়ার পর তার জনপ্রিয়তায় কিছুটা ভাটা পড়ে। সেই সঙ্গে ট্রাম্পের সমর্থন হয় ঊর্ধ্বমুখি। এবিসি নিউজের প্রকাশিত জরিপের ফলাফলে হিলারিকে টপকেও (এক পয়েন্ট) যান ডোনাল্ড ট্রাম্প। যদিও এ জরিপের ফলাফল প্রত্যাখ্যান করে ডেমোক্রেট প্রচার শিবির।

এফএস/ এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh