• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

১৬৮ বছরের পুরোনো লালা চুন্নালামের ‘হাভেলি’

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৩ নভেম্বর ২০১৬, ০৯:৫৯

মোঘল শাসনামলে অনেক প্যালেস নির্মিত হয়েছিল ভারতের দিল্লিতে। এর মধ্যে অধিকাংশ প্যালেসই ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। প্যালেসগুলোর সৌ্ন্দর্য উপভোগে হাজার হাজার পর্যটক প্রতি বছর ভীড় জমান দিল্লিতে। আর তাই ভারত সরকার উদ্যোগ নিয়েছে ৫৫৪ টি প্রাচীন বাড়ি সংস্কারের।

এমনই একটা প্রাচীন বাড়ি লালা চুন্নালামের ‘হাভেলি’। তবে ১৮৪৮ সালে নির্মিত বাড়িটি সংরক্ষিত হচ্ছে ব্যক্তিগত উদ্যোগেই।

বাড়িটির বর্তমান মালিক অনিল পারসাদ। তার মতে প্রাসাদসম বাড়িটি আভিজাত্যের প্রতীক। কেন তাও জানালেন।

পারসাদ জানান, বাড়িটি এক একর জায়গার ওপর তৈরি। ঘরের সংখ্যা ১২৮টি। ৩০ টি পরিবারের থাকার ব্যবস্থা রয়েছে এ বাড়িতে।

তবে এ জায়গা থেকে অনেক পরিবারই শহরের অন্য এলাকায় চলে গেছেন। অনিল পারসাদ এবং তার পরিবার কখনও এ বাড়ি ছেড়ে যাবেন না বলেও জানান।



এফএস/এস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh