• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মার্কিন নির্বাচনে এফবিআই

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০২ নভেম্বর ২০১৬, ১৯:৪২

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ঠিক আগ মুহূর্তে হিলারি ক্লিনটনের বেশকিছু ইমেইল অনুসন্ধানের ঘোষণা দিয়ে আলোচনায় উঠে এসেছে এফবিআই।

শুধু তাই নয় মঙ্গলবার হিলারি ক্লিনটনের স্বামী ও সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের বিরুদ্ধে ২০০১ সালে অনুসন্ধানের ১২৯ পৃষ্ঠার ডকুমেন্ট প্রকাশ করেছে এফবিআই।

এ নিয়ে ডেমোক্রেটরা ক্ষুব্ধ। এফবিআই’র এমন দ্বিমুখী অবস্থানের সমালোচনা করছেন হিলারির সমর্থকরা।

এফবিআই’র এমন সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রের নির্বাচনী পরিবেশ পাল্টে যেতে শুরু করেছে। এরইমধ্যে জনমত জরিপে হিলারির সমর্থন কমতে শুরু করেছে। অনেক জরিপে তিনি এগিয়ে থাকলেও ব্যবধান খুব অল্প। তবে এবিসির জরিপে হিলারিকে টপকে গেছেন ডোনাল্ড ট্রাম্প। তাকে সমর্থন করেছেন শতকরা ৪৬ ভাগ ভোটার। হিলারিকে সমর্থন করেছেন শতকরা ৪৫ ভাগ।

ইমেইল ইস্যুতে গেলো প্রায় এক সপ্তাহ হিলারি ক্লিনটন ও তার প্রচারণা শিবির এফবিআই ও এর প্রধান জেমস কমির সমালোচনায় ব্যস্ত ছিলেন। কিন্তু মঙ্গলবার হিলারি তার প্রতিদ্বন্দ্বী ট্রাম্পের বিরুদ্ধে নারী ইস্যুতে সমালোচনার চেষ্টা করেছেন।

এপি/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh