• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

আত্মসমর্পণ নয়তো মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০২ নভেম্বর ২০১৬, ১৬:০২

গেলো দু’বছরে প্রথমবারের মতো মসুলে প্রবেশ করেছে ইরাকি বাহিনী। প্রথমে মসুল নগরীর গগজালি এলাকায় প্রবেশ করে সেনারা। এর পরপরই আইএস জঙ্গিরা আক্রমণ চালায়।

তবে বোমা মেরে নগরীতে প্রবেশের পথ বন্ধ করার চেষ্টা করে আইএস। সে বাধা অতিক্রম করে আরো ৮০০ মিটার এগিয়ে কারামা জেলায় পৌঁছায় ইরাকি সেনারা। এমনটাই জানালেন ইরাকি বিশেষ বাহিনীর মেজর জেনারেল সামি আল আরিদি।

তিনি জানান, মসুল পুনরুদ্ধারে এরপর দীর্ঘমেয়াদি অভিযান চালানো হবে।

২০১৪ সাল থেকে মসুল নগরী আইএস’র নিয়ন্ত্রণে আছে। এটাই তাদের সর্বশেষ দূর্গ। নগরীর নিয়ন্ত্রণ হারালে তা হবে আইএস’র সবচেয়ে বড় পরাজয়।

এর আগে সোমবার ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি আইএস জঙ্গিদের আত্মসমর্পণ করার আহ্বান জানান। রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী বলেন, পালানোর কোনো সুযোগ না থাকায় তাদের (আইএস) কাছে আর বিকল্প ব্যবস্থা নেই। হয় তারা আত্মসমর্পণ করবে, নয়তো সেনাবাহিনীর হাতে নিহত হবে।

এফএস/ এস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh