• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ইরানের পরমাণু সমঝোতার ব্যাপারে রাশিয়ার অবস্থান সুস্পষ্ট: পুতিন

আন্তর্জাতিক ডেস্ক

  ২৬ মে ২০১৮, ১০:৩৫

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আমেরিকার পক্ষ থেকে ইরানের পরমাণু সমঝোতা হতে একতরফাভাবে বেরিয়ে যাওয়ার তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন, এ ধরনের পদক্ষেপ অগঠনমূলক এবং তা ‘বেদনাদায়ক’ পরিণতি বহন করবে। খবর পার্সটুডের।

শুক্রবার সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে দেয়া বক্তৃতায় এ মন্তব্য করেন পুতিন। তিনি বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইরানের পরমাণু সমঝোতা অনুমোদন করার ফলে এটি একটি বহুমুখী আন্তর্জাতিক দলিলে পরিণত হয়েছে।

রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, পরমাণু সমঝোতা নিয়ে সৃষ্ট সমস্যা সমাধানে সব পক্ষকে স্পষ্ট অবস্থান নিয়ে এগিয়ে আসতে হবে। কারণ এ ব্যাপারে মার্কিন সরকার অগঠনমূলক পদক্ষেপ নিয়েছে।

--------------------------------------------------------
আরও পড়ুন : কেরালায় নিপা ভাইরাস সংক্রমণে আমিরাতের ভ্রমণ সতর্কতা
--------------------------------------------------------

পুতিন বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি চার বছর পর পর একজন নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হন। প্রতি চার বছর অন্তর যদি মার্কিন প্রেসিডেন্ট এভাবে অন্তত একটি করে আন্তর্জাতিক দলিল বাতিল করে দিতে থাকেন তাহলে সংকট ও উত্তেজনা বাড়তেই থাকবে।

ইরানের পরমাণু সমঝোতা নিয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে নিজের সাক্ষাৎ প্রসঙ্গেও কথা বলেন প্রেসিডেন্ট পুতিন। তিনি বলেন, পরমাণু সমঝোতার ব্যাপারে রাশিয়ার অবস্থান সুস্পষ্ট। এ সমঝোতাকে রক্ষা করতে হবে।

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা- আইএইএ’র মহাপরিচালক ইউকিয়া আমানোর সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, আমানো তাকে জানিয়েছেন ইরান পরমাণু সমঝোতায় দেয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে। তেহরান যখন প্রতিশ্রুতি পালন করেছে তখন পরমাণু সমঝোতা থেকে আমেরিকার বেরিয়ে যাওয়ার কোনো অর্থ হয় না বলে পুতিন মন্তব্য করেন।

এদিকে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের আলোচনা সভায় পুতিন বলেন, বৈশ্বিক অর্থনীতি ভয়াবহ বিপর্যয়ে পড়তে যাচ্ছে। আর এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। পুতিন বলেন, রাষ্ট্রগুলোকে অর্থনৈতিক মন্দা ঠেকাতে নতুন আইন প্রণয়ন করা উচিত। না হলে খুব বাজে একটি পরিস্থিতি তৈরি হবে।

আরও পড়ুন :

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরানে ফের হামলা হলে ইসরায়েল বলে কিছু থাকবে না : রাইসি
তিন দিনের সফরে ইরানের প্রেসিডেন্ট পাকিস্তানে 
ইসরায়েলের ড্রোনগুলো ‘বাচ্চাদের খেলনার মতো’: ইরান
মুসলিম দেশে হয়েও কেন ইসরায়েলের পক্ষ নিল জর্ডান?
X
Fresh