• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

হিজাব পরে সাক্ষাৎকার দেয়ায় ফ্রান্সে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সমালোচিত

আন্তর্জাতিক ডেস্ক

  ২৫ মে ২০১৮, ০৯:৫৮

মরিয়ম পোজেতু। প্যারিস সারবোনে ফোর ইউনিভার্সিটির ছাত্র ইউনিয়নের সভাপতি তিনি। সম্প্রতি ওই নেত্রী হিজাব পরে একটি প্রামাণ্যচিত্রে দেশটির চলমান ছাত্র আন্দোলন নিয়ে কথা বলেন। চলতি বছরের এপ্রিল থেকে এই আন্দোলন চলে আসছে। আর এ নিয়ে শুরু হয় আলোচনার ঝড়। খবর দ্য টাইমস, আল জাজিরা।

সাক্ষাৎকার দেয়ার পর ওই ছাত্রীর সমালোচনা করেন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরার্ড কোলম।

জেরার্ড কোলম বলেন, হিজাব পরে সাক্ষাৎকার দেয়াটা ‘আতঙ্কজনক’ এবং এটা অন্যকে তার ধর্মের অনুসারী বানানোর চেষ্টা।

ফ্রান্সের সাম্যমন্ত্রী মারলিন শিয়াপ্পা। তিনি বিষয়টির সমালোচনা করেছেন।

মারলিন শিয়াপ্পা বলেন, মরিয়মের হিজাব পরে সাক্ষাৎকার দেয়াটা ‘রাজনৈতিক ইসলামের প্রকাশ’।

তবে হিজাব পরিধানে আত্মপক্ষ সমর্থন করে মরিয়ম পোজেতু বলেন, আমার হিজাব পরিধান করা কোনো রাজনৈতিক কাজ নয়। ইউনিয়ন প্রেসিডেন্ট হিসেবে নিজের দায়িত্ব পালনের সক্ষমতায় ধর্ম কোনো ধরনের প্রভাব ফেলে না।

তিনি আরও বলেন, যখন আমি শিক্ষার্থীদের পক্ষ হয়ে কথা বলি, তখন আমি নিজেকে তাদের গায়ের বর্ণ, লিঙ্গ পরিচয় কিংবা জীবন দর্শন নিয়ে প্রশ্ন করি না।

ফ্রান্সে হিজাব-বিদ্বেষ নতুন কিছু নয়। দেশটিতে ২০০৪ সালে স্কুলে হিজাব নিষিদ্ধ করে আইন পাস করা হয়। এরপর ২০১০ সালে নিকাব পরিধান নিষিদ্ধ করে ইউরোপের প্রভাবশালী এই দেশটি।

উল্লেখ্য, প্যারিস সারবোনে ফোর ইউনিভার্সিটি ফ্রান্সের একটি প্রথম সারির বিশ্ববিদ্যালয়।

এপি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফ্রান্স স্বেচ্ছাসেবক দলের ইফতার মাহফিল অনুষ্ঠিত
কঠিন গ্রুপে আর্জেন্টিনা, সহজ গ্রুপে ফ্রান্স
ফ্রান্সে গুগলের ২৫০ মিলিয়ন ইউরো জরিমানা
হিজাব-নিকাব পরায় হেনস্থা, অভিযুক্ত রাবি শিক্ষককে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা 
X
Fresh