• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

হন্ডুরাসের অবতরণের সময় বিমান দ্বিখণ্ডিত, আহত ৬ (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক

  ২৩ মে ২০১৮, ১৫:০৫

হন্ডুরাসের রাজধানী তেগুসিগালপার আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় একটি বিমান দুই ভাগ হয়ে গেছে। মঙ্গলবারের এ ঘটনায় অন্তত ছয় মার্কিন নাগরিক আহত হয়েছেন। খবর খালিজ টাইমসের।

যুক্তরাষ্ট্রের টেক্সাসের অস্টিন থেকে ছেড়ে আসা ওই বাণিজ্যিক জেট বিমান রানওয়ে থেকে ছিটকে একটি গর্তে গিয়ে পড়ে। জানিয়েছেন হন্ডুরাসের দুর্যোগ ত্রাণ সংস্থা কোপেকোর ডেপুটি প্রধান কার্লোস কোরদেরো।

ঘটনার পরপরই রাজধানী তেগুসিগালপার তোনকনটিন বিমানবন্দরে ছুটে যায় দমকলবাহিনী। তারা ফোম দিয়ে বিমানের আগুন নেভায়।

স্থানীয় ব্যবসায়ী পেদ্রো আতালা বলেছেন, তিনি এবং তার কর্মচারীরা অগ্নিনির্বাপক দিয়ে আগুন নেভাতে সাহায্য করেছেন। এসময় তারা পাঁচজন পুরুষ ও একজন নারীকে ‘কার্যত অক্ষত’ অবস্থায় উদ্ধার করেছে।

তিনি আরও বলেন, ‘বিস্ময়করভাবে’ ওই দুর্ঘটনা ভয়াবহ ছিল না।

--------------------------------------------------------
আরও পড়ুন : প্রযোজনায় নামছেন বারাক-মিশেল ওবামা দম্পতি
--------------------------------------------------------

এদিকে এক টুইট বার্তায় হন্ডুরাসের প্রেসিডেন্ট হুয়ান অরল্যান্ডো হারনানদেজ জানিয়েছেন, আহত ব্যক্তিদের অবস্থা স্থিতিশীল আছে।

পাহাড় ঘেরা ও স্বল্প দৈর্ঘ্যের রানওয়ের এই তোনকনটিন বিমানবন্দর বিশ্বের সবচেয়ে ভয়াবহ হিসেবে বিবেচনা করা হয়।

এর আগে ২০০৮ সালের মে মাসে এল সালভেদরের তাকা এয়ারলাইন্সের একটি বিমান রানওয়ে থেকে ছিটকে গিয়ে একটি ভবনের সঙ্গে ধাক্কা খায়। এ ঘটনায় পাঁচজন নিহত হয়।

রাজধানী থেকে ৫০ কিলোমিটার দূরে পালমেরোলা সামরিক বিমান ভিত্তির কাছে একটি নতুন আন্তর্জাতিক বিমানবন্দর তৈরি করছে হন্ডুরাসের সরকার।

আরও পড়ুন :

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইতিহাসের সবচেয়ে বড় দাবানলে পুড়ছে টেক্সাস
X
Fresh