• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

ইরানের ওপর ‘ইতিহাসের বড় নিষেধাজ্ঞা’ দিচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

  ২১ মে ২০১৮, ২০:২২

ইরানের ওপর ‘ইতিহাসের সবচেয়ে বড় নিষেধাজ্ঞা’ জারি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। সোমবার এমনটা বললেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। খবর বিবিসি।

রাজধানী ওয়াশিংটনে দেয়া এক বক্তৃতায় এ নিষেধাজ্ঞার কথা জানিয়ে পম্পেও জানান, ‘ইরানের বাড়াবাড়ি রুখে দিতে’ মিত্র শক্তিগুলোর সঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র। এ ছাড়া এ নিষেধাজ্ঞা জারির পর নিজেদের অর্থনীতি চাঙ্গা রাখতে ইরানকে ‘যুদ্ধ’ করতে হবে বলে জানান তিনি।

পম্পেও আরও বলেন, ‘আমরা ইরানের ওপর নজিরবিহীন অর্থনৈতিক চাপ দিতে যাচ্ছি। আমাদের কঠিন অবস্থা নিয়ে তেহরানের নেতাদের আর কোনো সন্দেহ থাকবে না। ইরান আর কখনও মধ্যপ্রাচ্যে পূর্ণ ক্ষমতায় ফিরে যেতে পারবে না।'

উল্লেখ্য, এর আগে ২০১৫ সালে ইরানের সঙ্গে পরমাণু ইস্যুতে ছয় জাতির একটি চুক্তি সই হয়। ওই চুক্তিতে স্বাক্ষরকারী দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র ছাড়াও রয়েছে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, চীন ও রাশিয়া। সম্প্রতি ইরানের সঙ্গে করা পারমাণবিক চুক্তি বাতিল করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এপি/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরানের ওপর নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নিল ইইউ
ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করবে ইইউ
ইসরায়েলে ইরানের হামলা : প্রভাব মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ
ইরানের হামলার জবাব কীভাবে দেবে ইসরায়েল, জানাল যুক্তরাষ্ট্র
X
Fresh