• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ধোঁয়ার কারণে জাপানে বিমানের জরুরি অবতরণ

আন্তর্জাতিক ডেস্ক

  ২১ মে ২০১৮, ১৬:৪৪

যাত্রার সব প্রস্তুতি শেষ। বিমানের দরজা বন্ধ করে উড্ডয়নের কয়েক মিনিট পরই বাধে বিপত্তি। হঠাৎ করেই বিমানটির ভেতর সাদা ধোঁয়ায় ভরে যায়। যার কারণে পাইলট বিমানটির জরুরি অবতরণ করেন।

সোমবার টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে এমন ঘটনা ঘটে। অল নিপ্পন এয়ারওয়েজের বিমানটি ১৩৭ জন যাত্রী নিয়ে টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে যাচ্ছিল। খবর সিনহুয়া।

ওই বিমানের এক যাত্রী বলেন, বিমানের দরজা বন্ধ হওয়ার কয়েক মিনিটের মধ্যেই বিমানের ভেতর খুব দ্রুতই সাদা ধোঁয়ায় ভরে গেলো। যন্ত্র পোড়ার গন্ধ পাচ্ছিলাম। যার কারণে আমি একটি রুমাল দিয়ে আমার নাক এবং মুখ বন্ধ করে রেখেছিলাম। হঠাৎ এমন দৃশ্য দেখে ভয় পেয়ে গিয়েছিলাম।

টোকিও নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরের এক কর্মকর্তা জানান, সকাল ১০টার দিকে বিমানটি টার্মিনালে ফিরে আসার পর ধোঁয়ায় কমপক্ষে ৪ জন অসুস্থ হয়ে পড়েন। যদিও কাউকেই হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন পড়েনি।

জাপানের পর্যটন মন্ত্রণালয় জানায়, আগুনের কোনো চিহ্ন ছিল না। কিন্তু বিমানটির পেছনের ইঞ্জিনে একটি তেলের ট্যাংকে ফুটো দেখা যায়।

অল নিপ্পন এয়ারওয়েজের এক কর্মকর্তা বলেন, আমাদের তদন্ত চলছে।

এপি/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যান্ত্রিক ত্রুটি, ১৯ ঘণ্টা পর ছেড়ে গেল বিমানের ফ্লাইট
আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী
ঢাকা ছেড়েছেন কাতারের আমির
দুই দিনের সফরে ঢাকায় কাতারের আমির
X
Fresh