• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

দিওয়ালি উৎসবে রেকর্ড দূষণ, দিনেও রাতের ছোঁয়া!

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ৩১ অক্টোবর ২০১৬, ১৯:৪৭

ভারতের রাজধানী দিল্লিতে ‘দিওয়ালি’ বা ‘দীপাবলী’ উৎসবে ফুটানো হয়েছে হাজার হাজার আতশবাজি। এ আতবাজি পোড়ানোর জন্য এ বছর দিওয়ালি উৎসবে বাতাসে দূষণের মাত্রা রেকর্ড ছাড়িয়েছে। উৎসবের একদিন পরও ধোয়াশাচ্ছন্ন পরিবেশ।

বাতাসে ধূলিকণার মাত্রার নিরাপদ সীমা ধরা হয় প্রতি কিউবেক মিটারে ১০০ মাইক্রোগ্রাম। অথচ এবার দিল্লিতে ধূলিকণার মাত্রা প্রতি কিউবেক মিটারে ৯৯৯ মাইক্রোগ্রাম পর্যন্ত পৌঁছেছে, যা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর।

সোমবার সকালে দিল্লির বিভিন্ন এলাকার যেসব ছবি টুইটারে পোস্ট করেছেন সেখানকার বাসিন্দারা, তাতে দেখা যাচ্ছে এক ধরনের ধোঁয়াশায় পুরো শহর আচ্ছন্ন। অনেকে ছবি পোস্টের সঙ্গে নিজেদের ক্ষোভও ঝেড়েছেন।

শেখ হারুন তার পোস্টে লিখেছেন- সম্ভবত আমরা ভারতীয়রাই একমাত্র জাতি, যারা এ রকম পরিবেশ দূষণ করার জন্য দেই আর প্রার্থনা করি। ছবি দেখে মনে হচ্ছে রাত, অথচ এখন দিনের উজ্জ্বল আলো থাকার কথা।

তারুণ কুমার নামে একজন তার এলাকা সরাই খেইল খানের ছবি পোস্ট দিয়ে বলেছেন সেখানে কিছুই দেখা যাচ্ছে না। মিনাক্ষী কান্ডাওয়াল লিখেছেন, ‘দিওয়ালির পরদিনের সকাল-আনন্দ বিহার থেকে নয়ডা যাবার পথে ধোঁয়াশায় ঢাকা রাস্তা।’

এপি/ এস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh