• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

টেক্সাসে স্কুলে বন্দুক হামলায় নিহত ৮, গ্রেপ্তার দুই

আন্তর্জাতিক ডেস্ক

  ১৮ মে ২০১৮, ২০:১৪

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের সান্টা ফে হাইস্কুলে বন্দুকধারীর হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন। হ্যারিস কাউন্টির শেরিফ এড গনজালেজ বলেছেন, শুক্রবার সকালে ওই হামলার ঘটনায় ১০ জন পর্যন্ত মারা গিয়ে থাকতে পারেন। খবর সিএনএনের।

গনজালেজ বলেছেন, গ্যালভেস্টন থেকে ২০ মাইল দূরে অবস্থিত এই স্কুলে হামলার ঘটনায় সন্দেহভাজন একজন তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ওই তরুণ স্কুলটিরই একজন শিক্ষার্থী। তিনি বলেন, এ ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ওই ব্যক্তি স্কুলে ছাত্র বলে আমাদের বিশ্বাস। শেরিফ গনজালেজ বলেন, নিহতদের অধিকাংশ শিক্ষার্থী।

এদিকে কর্মকর্তারা জানাচ্ছেন, কমপক্ষে ১২ জনকে তিনটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। সাতজন টেক্সাসের ওয়েবস্টারের ক্লিয়ার লেক রিজিওনাল মেডিকেল হাসপাতালে, দুইজন টেক্সাস সিটির মেইনল্যান্ড মেডিকেল সেন্টার ও অন্য তিনজন গ্যালভেস্টনে টেক্সাস মেডিকেল শাখার জন সিলি বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা নিচ্ছেন।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ওই হামলার ঘটনায় কমপক্ষে একজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।

একজন প্রত্যক্ষদর্শী জানান, একটি শটগান দিয়ে একজন বন্দুকধারী টেক্সাসের সান্টা ফে হাইস্কুলের একটি ক্লাসরুমে ঢুকে গুলি করা শুরু করেন। তিনি একটি ছাত্রীর পায়ে গুলি লাগতে দেখেন।

--------------------------------------------------------
আরও পড়ুন : বিশ্ব কী এই গুলতি যোদ্ধার পরিচয় ভুলভাবে উপস্থাপন করেছে?
--------------------------------------------------------

কিম সুলিভান নামের এক অভিভাবক জানান, তার ১৭ বছরের মেয়ে তাকে ফোন করে জানিয়েছে যে স্কুলে বন্দুক হামলা চালানো হয়েছে। হামলার পর তারা দৌড়ে স্কুলের উল্টো পাশে শেল গ্যাস স্টেশনে আশ্রয় নেয়।

তিনি বলেন, বাচ্চারা দ্বিধান্বিত হয়ে পড়েছে এবং বাবা-মা তাদের সন্তানদের খুঁজে বের করা চেষ্টা করছেন।

এদিকে টুইটারে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, পার্শ্ববর্তী একটি মাঠে পুলিশ শিক্ষার্থীদের ব্যাগ খালি করে চেক করছেন।

সান্টা ফে হাইস্কুলের একজন শিক্ষার্থী অ্যাঞ্জেলিকা মার্টিনেজ বলেন, এটা প্রতিদিনের মতো ছিল। আমরা আমাদের প্রথম পিরিয়ডের কাজ করছিলাম। তারপর হঠাৎ করে ফায়ার ড্রিলের মতো শব্দ শুনতে পাই।

উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রে গত আট দিনে এটি তৃতীয় এবং চলতি বছরে ২২তম বন্দুক হামলার ঘটনা।

আরও পড়ুন :

এ/কে/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘বাংলাদেশে মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে চেষ্টা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র’
যুক্তরাষ্ট্রে সেতু দুর্ঘটনা : দুই মরদেহ উদ্ধার
নিজের ডেকে আনা পুলিশের গুলিতে প্রাণ গেল বাংলাদেশি তরুণের 
বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বে যুক্তরাষ্ট্র গর্বিত : ব্লিঙ্কেন
X
Fresh