• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ট্রাক চালিয়ে ব্রিজ উদ্বোধন করলেন পুতিন (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক

  ১৮ মে ২০১৮, ১১:৩৮

ইউরোপের দীর্ঘতম সেতুর উদ্বোধন করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দেশটির সঙ্গে ক্রিমিয়া দ্বীপের সংযোগ স্থাপনে মঙ্গলবার নিজেই ট্রাক চালিয়ে দীর্ঘ এই সেতুর উদ্বোধন করেন। খবর রয়টার্স , সিজিটিএন।

এ সেতুর ফলে রাশিয়া ২০১৪ সালে দখলে নেয়া ক্রিমিয়ার নিয়ন্ত্রণ আরও জোরালো করতে পারবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সেতু উদ্বোধন করার পর পুতিন বলেন, ১৯ কিলোমিটার দীর্ঘ এই সেতু নির্মাণে রাশিয়ার প্রায় ১০ হাজার কর্মী কাজ করেছেন। এতে জড়িত ছিল ২২০টি কোম্পানি। পুরো দেশ এতে কাজ করেছে। এর ফল হয়েছে চমৎকার। এই সেতু ক্রিমিয়া এবং সেভাস্তপুলকে আরও শক্তিশালী করেছে।

একে ‘শতাব্দীর সেরা নির্মাণ’ বলেও প্রশংসা করেন পুতিন।

আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করে এ সেতু নির্মাণ করা হয়েছে বলে এর নিন্দা করেছে যুক্তরাষ্ট্র। ইউরোপের দীর্ঘতম এ সেতুর দুটি অংশ রয়েছে। যার প্রথম অংশের উদ্বোধন করা হল, এই অংশ দিয়ে যানবাহন চলাচল করবে। ট্রেন চলাচলের জন্য নির্মাণাধীন অন্য অংশের কাজ শেষ হবে আগামী বছর।

উল্লেখ্য, কের্চ প্রণালীর ওপর দিয়ে তৈরি সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে ৩.৬৯ বিলিয়ন ডলার। ডিসেম্বরে সেতুটির নির্মাণকাজ শেষ হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের আগেই সেতুটির কাজ শেষ হল। ২০১৫ সালে সেতুটির নির্মাণকাজ শুরু হয়।

এপি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ১
ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ভ্যানচালকের মৃত্যু
সাজেকে শ্রমিকবাহী ট্রাক খাদে, নিহত বেড়ে ৯ 
সাজেকে শ্রমিকবাহী ট্রাক খাদে, নিহত ৬
X
Fresh