• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

অবৈধ অভিবাসীদের ‘পশু’ বলে নতুন বিতর্কের জন্ম দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

  ১৮ মে ২০১৮, ১০:৫৯

অবৈধ অভিবাসীদের 'পশু' হিসেবে আখ্যায়িত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার এমন বিরূপ মন্তব্য করে নতুন আরেকটি বিতর্কের জন্ম দিলেন তিনি। অভিবাসীদের নিয়ে কথা বলার সময় মেক্সিকোর কর্মকর্তাদেরও এক হাত নিয়েছেন তিনি। খবর সিএনএন।

ট্রাম্প বলেন, এখনো অনেকেই আমাদের দেশে আসছে এবং অনেকেই আসার চেষ্টা করছে। আপনারা বিশ্বাস করতে পারবেন না যে, তারা কতটা খারাপ। তারা আসলে মানুষ না বরং পশু। তার পরও আমরা তাদের দেশ থেকে বের করে দিচ্ছি না।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের অভিবাসী আইন দুর্বল তাই তা এখন শক্তিশালী করা হবে। বর্তমান আইনকে তিনি একটি ‘বোবা’ আইন বলে আখ্যায়িত করেন। কিন্তু এখন এগুলো পরিবর্তনের সময় এসেছে। তাই তা অবশ্যই করবেন বলেও প্রতিশ্রুতি দেন।

ক্যালিফোর্নিয়ায় রাজনৈতিক নেতা ও আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে এক বৈঠকে এসব মন্তব্য করেন বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়। বৈঠকে খুবই উত্তেজনার সাথে জানান, ‘আমরা শীঘ্রই তাদের দেশের বাইরে পাঠিয়ে দেব এবং অবশ্যই দেব। তারা যেন আর ফিরতে না পারে সে ব্যাপারেও সিদ্ধান্ত নেব।’ তিনি বৈঠকটি থেকে যুক্তরাষ্ট্রের সাথে মেক্সিকোর সীমান্তে আরও কঠোর অবস্থান নেয়ার ব্যাপারেও গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, ২০১৫ সালেও অভিবাসীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন ট্রাম্প। সে সময় তিনি বলেছিলেন, যাদের চায় না অন্যান্য রাষ্ট্র, যুক্তরাষ্ট্রের মাটি তাদের ভাগাড়ে পরিণত হয়েছে।

এপি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খামারে আগুন, ২ গবাদিপশুর মৃত্যু
লেদারের ব্যাগ হাতে ছবি তুলে তোপের মুখে আলিয়া
ট্রাম্পের সঙ্গে নিজের পার্থক্য তুলে ধরলেন বাইডেন
প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ালেন নিকি হ্যালি
X
Fresh