• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

মোদির ভাষা অগ্রহণযোগ্য, রাষ্ট্রপতিকে কংগ্রেসের চিঠি

আন্তর্জাতিক ডেস্ক

  ১৪ মে ২০১৮, ২১:৫০

কর্ণাটকে নির্বাচনী প্রচারের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে ভাষা ব্যবহার করেছেন ও হুমকি দিয়েছেন, তা কোনোভাবেই মেনে নেয়া যায় না। এমন অভিযোগ তুলে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে চিঠি লিখেছে কংগ্রেস। খবর এনডিটিভি।

চিঠিতে কংগ্রেস জানিয়েছে, অতীতে ভারতের প্রধানমন্ত্রী কোনো অনুষ্ঠানে মর্যাদা ও শালীনতা মেনে চলতেন। কিন্তু এখন প্রধানমন্ত্রী যেসব শব্দ ব্যবহার করেছেন সেগুলো হুমকি। বিরোধী দলের সদস্য ও নেতাদের উদ্দেশ্য করে এই শব্দ ব্যবহার করা হয়েছে। চিঠিতে এমন অনেক কথাই লিখেছে ভারতের জাতীয় কংগ্রেস। এই চিঠিতে স্বাক্ষর করেছেন মনমোহন সিং-সহ কংগ্রেসের একাধিক নেতা।

--------------------------------------------------------
আরও পড়ুন : জবাব পাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল: ইরানের স্পিকার
--------------------------------------------------------

গত ৬ মে কর্নাটকে নির্বাচনী প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, কংগ্রেস নেতারা ভালোভাবে শুনুন যদি আপনারা সীমা অতিক্রম করেন, তবে এখানে মোদি রয়েছে। আপনাদের এর মূল্য দিতে হবে।

আর এই কথাকেই অন্যতম ইস্যু হিসেবে তুলে ধরেছে কংগ্রেস।

কংগ্রেস জানিয়েছে, প্রধানমন্ত্রীর কাছ থেকে এমন ঘটনা কখনই কাম্য নয়। এমনকী নির্বাচনী প্রচার হলেও এমন কথা বলা উচিত নয় বলে জানিয়েছে কংগ্রেস।

কংগ্রেস আরও জানায়, কোনো প্রধানমন্ত্রীর ভাষা এমন হতে পারে না৷

দলের পক্ষ থেকে রাষ্ট্রপতির কাছে যে চিঠিটি পাঠানো হয়েছে তাতে এমন আরও অভিযোগ জানিয়েছে কংগ্রেস৷ প্রধানমন্ত্রী নির্বাচনী প্রচারে যে আপত্তিকর কথাগুলি বলেছেন, তার বিরুদ্ধে রাষ্ট্রপতিকে পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছে তারা।

আরও পড়ুন :

এপি/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘প্রধানমন্ত্রী বিরোধী দল রাখবেন না এ প্রত্যয় নিয়ে কাজ করছেন’
স্থায়ী হলো দ্রুত বিচার আইন
মন্ত্রীকে প্রথম রাতেই বিড়াল মারতে বললেন চুন্নু
বিরোধী দল হিসেবে জাতীয় পার্টি কী নিজেদের প্রমাণ করতে পারবে? 
X
Fresh