• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

পাকিস্তানে প্রবল ঝড়-বৃষ্টিতে নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক

  ১৩ মে ২০১৮, ২২:৩৭

পাকিস্তানে প্রবল ঝড়-বৃষ্টিতে নিহত হয়েছেন অন্তত ১৪ জন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২২ জন। গতকাল শনিবার দেশটির খাইবার, পাখতুনখোয়ার, পেশোয়ার ও এর পাশের এলাকায় এ হতাহতের ঘটনা ঘটে। খবর ডন, হিন্দুস্তান টাইমস।

এ বিষয়ে বাজাউরের একজন প্রশাসনিক কর্মকর্তা পাকিস্তানের গণমাধ্যম ডনকে জানান, শনিবার বিকেল ৫টার দিকে বাজাউরে ঝড়ের সঙ্গে প্রবল বর্ষণ শুরু হয়। প্রায় দুই ঘণ্টা ধরে এই ঝড়-বৃষ্টি চলে।

পেশোয়ার ও এর আশে-পাশের এলাকায় ধূলিঝড়ে মানুষ ব্যাপক দুর্ভোগে পড়ে। প্রবল বর্ষণে রাস্তা-ঘাটে জলাবদ্ধতার সৃষ্টি হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ঝড়-বৃষ্টির সময় গাড়ি চালাতে গিয়ে মোহাম্মদ ওয়াকিল ঘটনাস্থলে এবং রিয়াজ খান নামের একজন মেডিকেল প্রতিনিধি হাসপাতালে মারা যান। সেখানে আহত হন আরও দুজন সেনা।

--------------------------------------------------------
আরও পড়ুন : নিজেদের তৈরি প্রথম বিমানবাহী রণতরী সমুদ্রে ভাসালো চীন
--------------------------------------------------------

এ বিষয়ে বাজাউরের স্থানীয় হাসপাতালের সহকারি পরিচালক নাসিব গুল ডনকে জানান, হাসপাতালে এখন পর্যন্ত পাঁচজনের লাশ রয়েছে। আর আহত হয়ে ভর্তি আছেন ১৩ জনের বেশি। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের পেশোয়ারের একটি হাসপাতালে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি বালুঝড়, বৃষ্টি ও বজ্রপাতে লণ্ডভণ্ড হয়েছে ভারতের উত্তরপ্রদেশ-রাজস্থানের অনেক জেলা। এই ঝড়ে নিহত হয়েছিল অন্তত ৭০ জনের বেশি। আর আহতের সংখ্যা শতাধিক।

আরও পড়ুন :

এপি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২৪ ঘণ্টার মধ্যে যেসব জায়গায় ঝড়-বৃষ্টি হতে পারে
আফ্রিদির সঙ্গে দ্বন্দ্বের বিষয়ে যা বললেন বাবর
নিউজিল্যান্ড-পাকিস্তান ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা
এশিয়া কাপ আয়োজন করতে পারবে না ভারত-পাকিস্তান!
X
Fresh