• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

আটতলার সমান উঁচু ঢেউ!

আন্তর্জাতিক ডেস্ক

  ১২ মে ২০১৮, ২১:৪৩

দক্ষিণ মহাসাগরের ক্যাম্পবেল দ্বীপের কাছে একটি জায়গা থেকে ২৩.৮ মিটার (৭৮ ফুট) উঁচু এক ঢেউয়ের রেকর্ড করেছে নিউজিল্যান্ডের গবেষণা প্রতিষ্ঠান মেটওসান সলিউশন, যা প্রায় ৮ তলার সমান।

গত মঙ্গলবার নিউজিল্যান্ড ৭০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত দ্বীপটিতে তীব্র ঝড় বয়ে যাওয়ার সময় এই ঢেউ রেকর্ড করা হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

জ্যেষ্ঠ সমুদ্রবিজ্ঞানী টম ডুরান্ট বলেছেন, দক্ষিণ গোলার্ধে এর আগে সর্বোচ্চ উঁচু ঢেউটি রেকর্ড করা হয় ২০১২ সালে। ২২ দশমিক শূন্য ৩ মিটার উঁচু ছিল এই ঢেউ। কিন্তু মঙ্গলবারের ঝড়ে রেকর্ডটি ভেঙে গেছে।

তিনি বলেন, আমাদের জানা মতে, এ পর্যন্ত দক্ষিণ গোলার্ধে এটাই সবচেয়ে উঁচু ঢেউ। ঝড়ের সময় সম্ভবত ২৫ মিটারের বেশি উঁচু ঢেউ সৃষ্টি হয়েছিল। কিন্তু তা রেকর্ড করার মতো উপযুক্ত জায়গায় ছিল না।

--------------------------------------------------------
আরও পড়ুন : আমেরিকা সরে গেলেও ইরানের পাশে ইউরোপ
--------------------------------------------------------

দক্ষিণ মহাসাগরকে বিশ্বজুড়ে ফুঁসে ওঠা তরঙ্গ ছড়িয়ে দেয়ার ইঞ্জিন বলা যায় বলেও উল্লেখ করেন এই সমুদ্রবিজ্ঞানী।

স্মিথসোনিয়ান সাময়িকীর তথ্য অনুযায়ী, বিশ্বের সবচেয়ে উঁচু ঢেউ রেকর্ড করা হয়েছিল ১৯৫৮ সালে। আলাস্কার লিটুয়া সৈকতে ভূমিকম্পের ফলে সৃষ্ট সুনামির সময়কার ঢেউটি ৩০ দশমিক ৫ মিটার উঁচু ছিল।

আরও পড়ুন :

কে/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিউজিল্যান্ড-পাকিস্তান ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা
নিউজিল্যান্ড সিরিজে অনিশ্চিত বাবর আজম
নিউজিল্যান্ড সিরিজের জন্য নতুন কোচ পেলেন বাবর-রিজওয়ানরা
আইপিএলের কারণে ৯ ক্রিকেটার ছাড়াই পাকিস্তান যাচ্ছে নিউজিল্যান্ড
X
Fresh