• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

পুতিন-এরদোগান ফোনালাপ

ইরানের পারমাণবিক চুক্তি থেকে সরে গিয়ে যুক্তরাষ্ট্র ভুল করেছে

আন্তর্জাতিক ডেস্ক

  ১১ মে ২০১৮, ২৩:১৩
ফাইল ছবি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তায়েপ এরদোয়ান এক টেলিফোন আলাপে ইরানের সঙ্গে পরমাণু চুক্তি থেকে সরে গিয়ে যুক্তরাষ্ট্র ভুল করেছে বলে একমত হয়েছেন। বৃহস্পতিবারের ওই টেলিফোন কলের বিষয়ে তুরস্ক প্রেসিডেন্টের এক সূত্র এমনটাই জানিয়েছে। খবর ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের।

ওই সূত্রটি জানিয়েছে, উভয় নেতা সিরিয়ায় উত্তেজনা বৃদ্ধির বিষয়েও আলোচনা করেছেন।

মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে ছয় জাতির করা পরমাণু চুক্তি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এমনকি ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপও করেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের ওই ঘোষণার পর যুক্তরাষ্ট্রের মিত্ররা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়। তারা এক বিবৃতিতে ট্রাম্পের এই সিদ্ধান্তকে ‘দুঃখজনক ও উদ্বেগজনক’ বলে উল্লেখ করেছে।\
--------------------------------------------------------
আরও পড়ুন : আনোয়ার ইব্রাহিমকে ক্ষমা করতে রাজি হয়েছেন রাজা: মাহাথির
--------------------------------------------------------

ওইদিন ট্রাম্প চুক্তিটিকে ক্ষয়িষ্ণু ও পচা উল্লেখ করে বলেন, এটি একজন নাগরিক হিসেবে ‘লজ্জার’ বিষয়।

হোয়াইট হাউজের ডিপ্লোম্যাটিক রুম থেকে দেয়া ওই ঘোষণায় ট্রাম্প বলেন, এটা আমার কাছে স্পষ্ট যে বর্তমান ক্ষয়িষ্ণু ও পচা চুক্তির অধীনে ইরানের পরমাণু বোমা তৈরি ঠেকানো যাবে না। ইরানের সঙ্গে চুক্তির গোড়াতেই গলদ রয়েছে। যদি আমরা কিছু না করি তাহলে কী ঘটবে তা আমরা জানি।

উল্লেখ্য, এর আগে ২০১৫ সালে ইরানের সঙ্গে পরমাণু ইস্যুতে ছয় জাতির একটি চুক্তি সই হয়। ওই চুক্তিতে স্বাক্ষরকারী দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র ছাড়াও রয়েছে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, চীন ও রাশিয়া।

আরও পড়ুন :

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টিকটক নিষিদ্ধে বিল পাস যুক্তরাষ্ট্রের
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
ইসরায়েলবিরোধী বিক্ষোভে উত্তাল মার্কিন বিশ্ববিদ্যালয়গুলো, গণগ্রেপ্তার
যুক্তরাষ্ট্র থেকে দেশে আসা গাঁজার চকলেট-কেক জব্দ, গ্রেপ্তার ৩
X
Fresh