• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

নির্বাচনে কোনো অনিয়ম হয়নি : নাজিব রাজাক

আন্তর্জাতিক ডেস্ক

  ১০ মে ২০১৮, ১২:৪৩

মালয়েশিয়ার জাতীয় নির্বাচনে জয়লাভ করেছে সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মাদের জোট পাকাতান হারাপান (পিএইচ)। অন্যদিকে পরাজিত হয়েছেন নাজিব রাজাক। বৃহস্পতিবার নাজিব রাজাক এক বিবৃতিতে বলেছেন, আমি জনগণের রায় মেনে নিয়েছি। নির্বাচনে কোনো ধরনের জালিয়াতি হয়নি। খবর সিএনবিসি।

দেশটির জাতীয় নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদের নেতৃত্বাধীন জোটের কাছে পরাজিত হওয়ার পর এক বিবৃতিতে এমনটা বললেন তিনি।

নাজিব রাজাক বলেছেন, আমি ভোটের ফলাফল মেনে নিয়েছি। এই নির্বাচনে কোনো ধরনের অনিয়ম হয়নি।

তবে তিনি মন্তব্য করেন, নির্বাচনে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় কে প্রধানমন্ত্রী হবেন তা নির্ধারণ করবেন মালয়েশিয়ার রাজা।

--------------------------------------------------------
আরও পড়ুন : মাহাথিরের জয়ে মালয়েশিয়ায় দুইদিনের সাধারণ ছুটি
--------------------------------------------------------

এদিকে, বিজয়ী জোট পাকাতান হারাপান বলছে, ড. মাহাথির মোহাম্মদই (৯২) মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন। উপপ্রধানমন্ত্রী হবেন মাহাথিরের এক সময়ে সহযোগী ও সাবেক উপপ্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সহধর্মিণী ডা. আজিজাহ।

উল্লেখ্য, মালয়েশিয়ায় বুধবার জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে ২২২ আসনে মধ্যে মাহাথির মোহাম্মদের পাকাতান হারাপান ১১৩ আসনে এবং দেশটির ক্ষমতাসীন প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বারিসান ন্যাশনাল ৭৯ আসনে জয় পেয়েছে।

আরও পড়ুন :

এপি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘আগামী নির্বাচনে অংশ না নিলে বিএনপির অস্তিত্ব বিলীন হয়ে যাবে’
‘উপজেলা পরিষদ নির্বাচন উৎসব মুখর পরিবেশে হবে’
উপজেলা নির্বাচন ঘিরে দূরত্ব বাড়ছে বিএনপির কেন্দ্র ও তৃণমূলে 
শিল্পী সমিতির নির্বাচনে জিতে যা বললেন মিশা সওদাগর
X
Fresh