• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

আজানের চেয়ে বড় ব্রেকিং নেই: পাকিস্তান আদালত

আন্তর্জাতিক ডেস্ক

  ০৯ মে ২০১৮, ১৫:৩০

ইসলামিক শিক্ষা নিয়ে কাউকে উপহাস করতে দেয়া হবে না উল্লেখ করে ইসলামাবাদের হাইকোর্ট বলেছেন, রমজান মাসে প্রতিটি টেলিভিশন চ্যানেলকে পাঁচ ওয়াক্ত আজান প্রচার করতে হবে। মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্টে বিচারপতি শওকত আজিজ সিদ্দিকীর বেঞ্চ এই নির্দেশনা জারি করেন। খবর দ্য ন্যাশনের।

সকালবেলার অনুষ্ঠান ও রমজানে টেলিভিশন চ্যানেলে প্রোগ্রামের আচরণ বিধি ভঙ্গ নিয়ে একটি শুনানি শেষে এই আদেশ দেন আদালত। শুনানির সময় বিচারপতি সিদ্দিকী বলেন, কোনো টেলিভিশন রমজানে ‘সার্কাস’ ও ‘নীলম ঘর’ সম্প্রচার করতে পারবে না।

বিচারপতি সিদ্দিকী বলেন, আজান মুসলমানদের জন্য সবচেয়ে বড় ব্রেকিং, কিন্তু কোনো চ্যানেলই আজান সম্প্রচার করে না। উল্টো আজানের সময় টেলিভিশন চ্যানেলগুলো গান-বাজনা, নাচ ও বিজ্ঞাপন প্রচার করে।

এমনকি পিটিভিও আজান সম্প্রচার বন্ধ করে দিয়েছে। যদি এমনটা হয় তাহলে পাকিস্তানের নাম থেকে ‘ইসলাম’ শব্দটা মুছে যাবে। ইসলামের মূল্যবোধ ও সংস্কৃতি রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব বলেও মন্তব্য করেন আদালত।

--------------------------------------------------------
আরও পড়ুন : জাপানি প্রধানমন্ত্রীকে জুতায় খাবার পরিবেশন!
--------------------------------------------------------

শুনানির সময় আদালত পাকিস্তানের ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটির (পেমরা) কাছে জানতে চেয়েছে দেশের ১১৭টি টেলিভিশন চ্যানেলের মধ্যে কয়টিতে আজান সম্প্রচার করা হয়। এ বিষয়ে বিস্তারিত রিপোর্ট দিতে পেমরা নির্দেশও দিয়েছেন আদালত।

এদিকে এই নির্দেশনা বাস্তবায়নে পাকিস্তান ব্রডকাস্টারস অ্যাসোসিয়েশনকে (পিবিএ) আদেশ দিয়েছেন আদালত। আদালত বলেন, এই রমজানে কোনো যুক্তিই কাজে দেবে না।

আরও পড়ুন :

এ/ এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘আ.লীগের মতো ককটেল পার্টিতে বিশ্বাসী নয় বিএনপি’
ধ্বংস, মৃত্যু আর ক্ষুধার মধ্যেই গাজাবাসীর ঈদ
আরটিভিতে আজ যা দেখবেন
রমজানজুড়ে সুবিধাবঞ্চিতদের পাশে স্টেপ আপ ফর টুমরো
X
Fresh