• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

বাংলাদেশ সীমান্তে আরো বিওপি বসাবে ভারত

অনলাইন ডেস্ক
  ২৯ অক্টোবর ২০১৬, ১৮:০০

বাংলাদেশ সীমান্তে নজরদারী বাড়াবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এজন্য সীমান্তবর্তী নদীতে ভাসমান চৌকি (বর্ডার আউটপোস্ট, বিওপি।) বসানো হবে। আসছে বছরে ৬ থেকে ৭ টি সীমান্তচৌকি বসানো হবে।

শনিবার ভারতের প্রভাশালী পত্রিকা ‘হিন্দুস্তান টাইমস’র অনলাইনে এ তথ্য জানানো হয়েছে।

বর্তমানে সুন্দরবনে ভারতের এমন ৩টি চৌকি রয়েছে।

বিএসএফ’র সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের মহাপরিদর্শক পি এস আর অঞ্জনেয়ুলু পত্রিকাটিকে জানান, নজরদারি জোরদারে আমরা নদীসীমান্তে আরো বর্ডার আউটপোস্ট ( বিওপি) বসাব।

আইএস তৎপরতা বিশেষ করে ঢাকার গুলশানে হলি আর্টিজানে জঙ্গি হামলার পর এ ধরনের নিরাপত্তা জোরদারের বিষয়টি আসে।

২০০৮ সালে মুম্বাই হামলার পরও এ ধরনের নিরাপত্তা জোরদার করা হয়েছিল। তখন লস্কর-ই-তৈয়বার (এলইটি) ১০ সদস্য ভারতে ঢুকে হামলা করেছিল।

জানা যায়, প্রত্যেকটি বিওপিতে ৩৪ থেকে ৪০ জন সদস্য থাকবেন। চার-পাঁচটি স্পিডবোট করে তারা পুরো অঞ্চল টহল দেবেন।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh