• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

মোদির মা এখনও অটোতে চড়েন কিন্তু পাশের হাতটা কার?

আন্তর্জাতিক ডেস্ক

  ০৭ মে ২০১৮, ১৫:৩৭

নোট বাতিলের সময় ব্যাংকের লাইনে দাঁড়িয়েছিলেন হীরাবেন। তখন বিজেপি বোঝাতে চেয়েছিল, মোদির মা এমনই সাদামাটা। তবে ফের সেই চেষ্টা করতে গিয়ে বিপাকে পড়েছেন কেন্দ্রীয় মন্ত্রী বিজয় সাম্পলা।

সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেনের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। গেলো ৪ মে ওই ছবিটি টুইট করেছেন সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী বিজয় সাম্পলা। আর তাতেই নতুন করে বিতর্কের সূত্রপাত।

মোদির মায়ের ওই ছবিটি টুইট করে শুক্রবার সাম্পলা লিখেন, প্রধানমন্ত্রীর মা এখনও অটোতে চড়েন। আর রাহুলের মা সোনিয়া গান্ধী বিশ্বের চতুর্থ ধনী রাজনীতিবিদ।

--------------------------------------------------------
আরও পড়ুন :সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৫ ওমরাহ পালনকারী নিহত
--------------------------------------------------------

কিন্তু ছবিতে হীরাবেনের ডান হাতটি ধরে রয়েছে অন্য কারও হাত। যার শরীর নেই! ফলে প্রশ্ন উঠেছে সেটি কার হাত? কেউ কেউ বলেছেন, ফটোশপের ভূত। একজন টুইটার ব্যবহারকারী বলেছেন, সাম্পলা আপনি একটি ফটোশপ করা ছবি পোস্ট করেছেন। জানি না আপনি রাজনৈতিক ফায়দা লোটার জন্য এটি ইচ্ছা করে করছেন কিনা?

এদিকে অনেকে আবার বলছেন, ছবিটি ২০১৪ সালের। সেসময় লোকসভা নির্বাচনে ভোট দিতে যাচ্ছিলেন হীরাবেন। এমনকি ওই ছবি বেশ কয়েকটি গণমাধ্যমেও প্রকাশিত হয়েছিল। তবে অবাক করা বিষয় ছিল, ওই ছবিতেও নাকি এমনই ভুতুড়ে হাত ছিল!

অন্যদিকে ফ্যাক্ট-চেকিং ওয়েবসাইট জানিয়েছে, ছবিটি ফটোশপ করা নয়। তবে এটি পুরনো একটি ছবি।

আরও পড়ুন :

এ/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নারী দিবস উপলক্ষে ভারতে রান্নার গ্যাসের দাম কমানোর ঘোষণা
বাংলাদেশের চেয়েও ভারতে বেকারত্বের হার বেশি : রাহুল গান্ধী
সুপ্রিম কোর্টের রায়ে নির্বাচনের আগে বড় ধাক্কা খেলেন মোদি
লোকসভা নির্বাচনের আগে কৃষক বিক্ষোভের মুখে মোদি  
X
Fresh