• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

নাইজেরিয়ায় শিশুসহ ৫১ জনকে গলা কেটে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

  ০৭ মে ২০১৮, ১১:১৪
নাইজেরিয়া সেনাবাহিনীর একটি টহলদার গাড়ি

নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় একটি গ্রামে ৫১ জন পূর্ণ বয়স্ক ব্যক্তি ও শিশুকে গলা কেটে হত্যা করেছে একদল দস্যু। গবাদি পশু চোর থেকে দস্যু বনে যাওয়া এই দলটি ওই হামলার সময় গ্রামের বাড়িঘরও পুড়িয়ে দেয়। খবর বিবিসির।

নাইজেরিয়ার কাদুনা প্রদেশের বিরনিন গোয়ারি এলাকার গোয়াসকায় মৃতদেহের মধ্যে ১০ বছরের নিচে শিশুও রয়েছে। কিছু কিছু মৃতদেহকে বিকৃতিও দলটি।

ওই হামলায় বেঁচে যাওয়া ব্যক্তিরা জানিয়েছেন, শনিবার চোরের দলটি গোয়াসকা ঘিরে ফেলে। তারা আমাদের বাড়িঘরে আগুন ধরিয়ে দেয় ও গুলি ছুঁড়তে থাকে। এ ঘটনায় সবাই ভয়ে বন্দুকধারীদের দিকে দৌড়াতে থাকে।

--------------------------------------------------------
আরও পড়ুন :আফগানিস্তানে মসজিদে বোমা বিস্ফোরণে নিহত ১৪
--------------------------------------------------------

এদিকে ঝুঁকিপূর্ণ গ্রামগুলোকে রক্ষায় জরুরি ভিত্তিতে জামফারা প্রদেশের সীমান্তের সঙ্গে আরও পুলিশ ও সেনা মোতায়েনের জন্য প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারির প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

এর আগে গেলো মাসে বিরিন গোয়ারি এলাকায় বন্দুকধারীদের এক হামলায় ১৪ জন খনি শ্রমিক নিহত হয়।

গোয়াসকার বাসিন্দা জানিয়েছেন, শনিবারের হামলাকারীরা আগে গবাদি পশু চুরি করতো। কিন্তু তারা এখন দস্যুতায় নেমেছে।

ওই এলাকায় প্রায় এ ধরনের হামলার ঘটনা ঘটে থাকে। তাই এ ধরনের হামলাকারীদের মোকাবেলায় আত্মরক্ষা বাহিনীর সাবেক এক সদস্যসহ ভিকটিমরা মিলে একটি টিম গঠন করেছে। যারা সুসজ্জিত গরু চোরদের সঙ্গে লড়াই করে।

আরও পড়ুন :

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জিম্মি জাহাজ উদ্ধার প্রসঙ্গে যা জানালেন পররাষ্ট্রমন্ত্রী
জাহাজ ছিনতাইয়ে শিশুদের কাজে লাগাচ্ছে সোমালিয়ার জলদস্যুরা
দস্যুদের নতুন কৌশলের কথা জানালেন নাবিক
১৫ দিনেও মুক্তি মেলেনি জিম্মি নাবিকদের
X
Fresh