• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী গুলিবিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক

  ০৬ মে ২০১৮, ২১:০০

গুলিবিদ্ধ হয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আহসান ইকবাল। ২১ বছরের এক হামলাকারী এই হামলা চালিয়েছেন। তার ডান কাঁধে গুলি লেগেছে। রোববার পাঞ্জাব প্রদেশের নারোয়াল শহরে আয়োজিত এক সমাবেশে এ ঘটনা ঘটে। খবর ডন, জিও নিউজ।

স্বরাষ্ট্রমন্ত্রীর গায়ে গুলি লাগার ফলে প্রচুর পরিমাণে রক্ত বের হচ্ছিল এবং সাথে সাথে তাকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ডাক্তাররা তাকে আশঙ্কামুক্ত ঘোষণা করেছেন।

ঘটনার পর পরই হামলাস্থলে পুলিশ পৌঁছে যায় এবং তল্লাশি অভিযান শুরু করে।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তাল্লাল চৌধুরী জানান, কর্তৃপক্ষ এ হামলার তদন্তকাজ পরিচালনা করছে।

এরই মধ্যে হামলাকারীকে আটক করেছে পুলিশ। ২১ বছর বয়সী ওই যুবককে অজ্ঞাত এক জায়গায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরীফ দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন কর্তৃপক্ষকে। পাঞ্জাব ইন্সপেক্টর জেনারেলকে (আইজি) এই ঘটনার প্রতিবেদন দিতে বলেছেন তিনি।

পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) কো-চেয়ারপার্সন আসিফ আলি জারদারি এই হামলার নিন্দা জানিয়ে বলেছেন, এই ধরণের ঘটনা আমাদের বন্ধ করতে হবে।

বিরোধী দলের নেতা শেরি রহমান আহসানের দ্রুত সুস্থতা কামনা করেছেন।

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের মুখপাত্র ফাওয়াদ চৌধুরী এক টুইট বার্তায় দলের এর পক্ষ থেকে হামলার তীব্র জানিয়েছেন।

আরও পড়ুন :

এপি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আফ্রিদির সঙ্গে দ্বন্দ্বের বিষয়ে যা বললেন বাবর
নিউজিল্যান্ড-পাকিস্তান ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা
এশিয়া কাপ আয়োজন করতে পারবে না ভারত-পাকিস্তান!
পাকিস্তানে রোজার মাসে ছিনতাই-ডাকাতির ঘটনায় ১৯ মৃত্যু
X
Fresh