• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ভারতে বিয়ের বয়সের আগে লিভ টুগেদারের অনুমতি সুপ্রিম কোর্টের

আন্তর্জাতিক ডেস্ক

  ০৬ মে ২০১৮, ২০:৪০

বিয়ের পর যদি স্বামী-স্ত্রীর মধ্যে কারও বিয়ের বয়স না হয়ে থাকে তারপরও তারা ‘লিভ টুগেদার’ বা ‘লিভ-ইন’ সম্পর্কে থাকতে পারবেন। এতে তাদের বৈবাহিক সম্পর্কের ওপর কোনো প্রভাব পড়বে না। কোনো যুবকের বিয়ের বয়স না হলেও তিনি তার স্ত্রীর সঙ্গে লিভ-ইন করতে পারবেন। কেরালার একটি মামলাকে কেন্দ্র করে শুক্রবার এই রায় দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। খবর পশ্চিমবঙ্গ দৈনিক আনন্দবাজার।

২০১৭ সালে কেরালায় ২০ বছরের তুষারার সঙ্গে বিয়ে হয় নন্দকুমারের। বিয়ের সময় নন্দকুমারের বয়স ছিল ২১ বছরের কম।

ওই বিয়ের পরেই তুষারার বাবা তার মেয়েকে অপহরণ করা হয়েছে এই অভিযোগে একটি মামলা দায়ের করেন। সেই মামলায় গত বছর কেরালা হাইকোর্ট ওই বিয়েকে অবৈধ ঘোষণা করে তুষারাকে তার বাবার বাড়িতে ফিরে যাবার নির্দেশ দেন।

--------------------------------------------------------
আরও পড়ুন : ৭ ভারতীয় ইঞ্জিনিয়ারকে অপহরণ করা হয়েছে আফগানিস্তানে
--------------------------------------------------------

কেরালার হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ জানানো হয়েছিল সুপ্রিম কোর্টে। তার প্রেক্ষিতে বিচারপতি এ কে সিক্রি ও বিচারপতি অশোক ভূষণকে নিয়ে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ শুক্রবার জানান, বিবাহবন্ধনে আবদ্ধ হবার বয়স না হলেও দুইজনের সম্মিতিতে লিভ টুগেদার করতে পারেন স্বামী-স্ত্রী। তাদের সেই আইনি অধিকার আছে।

এছাড়া সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ জানায়, তুষারাকে তার বাবার বাড়িতে ফিরে যাওয়ার নির্দেশ দেয়াটা কেরালা হাইকোর্টের উচিত হয়নি।

ডিভিশন বেঞ্চ আরও জানায়, জীবনসঙ্গিনী নির্বাচনের অধিকারে কেউ হস্তক্ষেপ করতে পারে না।

আরও পড়ুন :

এপি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোস্তাফিজের ইস্যুতে বিসিবিকে ধুয়ে দিলেন ভারতের সাবেক তারকা
ভারতে লোকসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু
ভারতের লোকসভা নির্বাচনে আজ ভোটগ্রহণ শুরু 
পাবনায় ১২ ট্রাক ভারতীয় চিনি আটক
X
Fresh