• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

পাকিস্তানে কয়লা খনি ধসে নিহত ১৬, আহত ৯

আন্তর্জাতিক ডেস্ক

  ০৬ মে ২০১৮, ০৯:০০

পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলে একটি কয়লা খনি ধসের ঘটনায় ১৬ জন নিহত ও আরও নয়জন আহত হয়েছেন। কর্মকর্তা জানিয়েছেন, শনিবার গ্যাস বিস্ফোরণের কারণে ওই ধসের ঘটনা ঘটে। খবর স্ট্রেইট টাইমসের।

ইরান ও আফগানিস্তানের সীমান্তবর্তী তেল ও গ্যাসসমৃদ্ধ বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটার ৪৫ কিলোমিটার পূর্বে মারওয়ারহ শহরে এই দুর্ঘটনা ঘটে।

কোয়েটায় সরকারের একজন শীর্ষ কর্মকর্তা জাওয়েদ শাহওয়ানি বলেছেন, খনির ভেতর জমে থাকা মিথেন গ্যাসের বিস্ফোরণে ছাদ ধসে পড়লে ১৬ জন খনি শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও নয়জন। তাদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর।

--------------------------------------------------------
আরও পড়ুন :জিন্নাহর ছবি পোড়ালে ১ লাখ রুপি পুরস্কার দেবে মুসলিম মহাসংঘ
--------------------------------------------------------

শাহওয়ানি বলেন, ওই বিস্ফোরণের সময় খনির ভেতর ২৫ জন শ্রমিক ছিলেন। তবে ওই দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছে।

তিনি বলেন, আমরা মৃতদেহগুলো উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা করছি। কিন্তু যেহেতু তারা অনেক গভীরে চাপা পড়েছে তাই তাদের মৃতদেহ বের করতে সময় লাগবে।

পাকিস্তানের খনিগুলো দুর্বল নিরাপত্তা ও বাতাস বের হওয়ার সুব্যবস্থা না থাকার কারণে কুখ্যাত।

এর আগে ২০১১ সালে বেলুচিস্তানে একটি কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ৪৩ জন নিহত হয়।

আরও পড়ুন :

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তিন দিনের সফরে ইরানের প্রেসিডেন্ট পাকিস্তানে 
পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে পাকিস্তানের হাইক‌মিশনারের সাক্ষাৎ
ভারত-পাকিস্তান সিরিজ প্রসঙ্গে রোহিতের সঙ্গে সুর মেলালেন আফ্রিদি
স্ত্রীকে টয়লেট ক্লিনার খাওয়ানোর অভিযোগ তুললেন ইমরান
X
Fresh