• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

দুই ইয়াজিদি নারীর শাখারভ জয়

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৮ অক্টোবর ২০১৬, ১৩:১৫

মানবাধিকার বিষয়ক সম্মানজনক শাখারভ পুরস্কার-২০১৬ এর জন্য মনোনীত হলেন দুই ইয়াজিদি নারী। নাদিয়া মুরাদ বাসি এবং লামিয়া আজি বাশার নামের ওই দুই নারী আইএস’র বন্দি থেকে পালিয়েছিলেন।

সোভিয়েত বিজ্ঞানী অ্যান্দ্রেই শাখারভের সম্মানে চিন্তার স্বাধীনতা বিষয়ক এ পুরস্কার দেয়া হয়।

ইউরোপীয় পার্লামেন্টের উদারপন্থি’র প্রধান গাই ভেরফস্টেড বললেন, ‘অমানবিক নিষ্ঠুরতার বিপরীতে অবিশ্বাস্য সাহস দেখানোর জন্য দু’নারীকে এ পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে। আমি তাদের জন্য অত্যন্ত গর্বিত বোধ করছি।’

এপি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh