• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

আমরা বিপজ্জনক সময় পার করছি : জাতিসংঘ মহাসচিব

আন্তর্জাতিক ডেস্ক

  ০৩ মে ২০১৮, ১৯:১৫

আমরা বিপজ্জনক সময় পার করছি। ইরানের সঙ্গে সই হওয়া পরমাণু ইস্যুতে এমনটা বললেন অ্যান্টোনিও গুতেরেস। এছাড়া ইরানের সঙ্গে সই হওয়া পরমাণু সমঝোতা ছেড়ে না যেতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বানও জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। বুধবার এমন তথ্য দিয়ে খবর প্রকাশ করেছে বিবিসি।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ২০১৫ সালে সই হওয়া এ সমঝোতা যদি রক্ষা করা না হয় তাহলে যুদ্ধের বাস্তব ঝুঁকি রয়েছে।

এ সমঝোতা মেনে চলবেন কিনা আগামী ১২ মের মধ্যে ট্রাম্প সেই চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করবেন।

--------------------------------------------------------
আরও পড়ুন : স্বামীর পাসপোর্ট দিয়ে ম্যানচেস্টার থেকে দিল্লিতে এক নারী
--------------------------------------------------------

প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার সময় থেকে ট্রাম্প এ সমঝোতার সমালোচনা করে আসছেন এবং তিনি বারবার বলেছেন, এটা হচ্ছে তার মতে সবচেয়ে খারাপ চুক্তি।

তবে ইরান বলছে, ট্রাম্প এটা বানচাল করতে পারেন না, কারণ এটা বহু-পক্ষীয় আন্তর্জাতিক সমঝোতা।

সমঝোতা সম্পর্কে গুতেরেস বিবিসিকে বলেন, ইরানের সঙ্গে সই হওয়া এ সমঝোতা ছিল গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিজয় এবং তা রক্ষা করতে হবে।

তিনি আরও বলেন, বিকল্প না পাওয়া পর্যন্ত আমাদের এ সমঝোতা বাতিল করা উচিত হবে না। কারণ আমরা বিপজ্জনক সময় পার করছি।

আরও পড়ুন :

এপি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা জাতিসংঘ মহাসচিবের
X
Fresh