• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

লিবিয়ায় নির্বাচন অফিসে আত্মঘাতী হামলায় নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক

  ০৩ মে ২০১৮, ১৩:০১

লিবিয়ায় নির্বাচন কমিশনের সদরদপ্তরে আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে। ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের ওই আত্মঘাতী হামলায় নিহত হয়েছেন অন্তত ১৫ জন। এছাড়া আহত হয়েছেন আরও ২১ জন। স্থানীয় সময় বুধবার এ ঘটনা ঘটে। খবর সিনহুয়া, ফিন্যান্সিয়াল এক্সপ্রেস।

লিবিয়ার সরকারি ত্রিপোলি ফিল্ড হাসপাতালের কর্মকর্তা আব্দাদায়েম আল-রবতি এ প্রাণহানির সত্যতা নিশ্চিত করে বলেন, এ ভয়াবহ হামলায় নির্বাচন কমিশনের নয়জন কর্মী, নিরাপত্তা বাহিনীর চার সদস্য ও দুই সন্ত্রাসী নিহত এবং আরও ২১ জন আহত হয়েছেন।

সন্ত্রাসীরা নির্বাচন কমিশন ভবনের প্রধান গেটে হামলা চালায়। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যদের সাথে তাদের বন্দুকযুদ্ধ হয়। বন্দুকযুদ্ধের এক পর্যায়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা সন্ত্রাসীদের ঘিরে ফেললে তারা বোমা বিস্ফোরণ ঘটিয়ে নিজেদের উড়িয়ে দেয়।

নির্বাচন কমিশনের উপ-প্রধান আবদাল হাকিম বেলখাইর বলেন, এটা স্পষ্ট যে লিবিয়ার আসন্ন নির্বাচন যেকোনো উপায়ে বাধাগ্রস্ত করতেই এ হামলা চালানো হয়েছে। জাতিসংঘ সমর্থিত লিবীয় সরকার নিহতদের জন্য তিনদিনের জাতীয় শোক ঘোষণা করেছে।

আরও পড়ুন :

এপি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রথম ধাপের উপজেলা ভোটে বৈধ প্রার্থী ১৭৮৬ জন
উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলে ব্যবস্থা নেওয়া হবে : ইসি আলমগীর
ভারতের লোকসভা নির্বাচনে শুক্রবার থেকে ভোটগ্রহণ
তৃতীয় ধাপে যেসব উপজেলায় ভোট
X
Fresh