• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

লন্ডনে ফের গুলির ঘটনায় নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক

  ০২ মে ২০১৮, ১১:২৭

ইংল্যান্ডের রাজধানী লন্ডনের উত্তরপশ্চিমাঞ্চলে মঙ্গলবার এক ব্যক্তি গুলিতে নিহত হয়েছেন। একইদিন আরও এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন।

পুলিশ এই হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত শুরু করেছে। তারা জানাচ্ছে, নিহত ব্যক্তির বয়স ত্রিশের কোটায়। তাকে কুইন্সবারি টিউব স্টেশনের বাইরে গুরুতর আহতাবস্থায় পাওয়া যায়। এরও প্রায় এক ঘণ্টা পর ওই ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান। খবর স্কাই নিউজের।

এদিকে বিশের কোটায় বয়স এমন এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে উত্তর লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছে পুলিশ।

স্কটল্যান্ড ইয়ার্ড জানিয়েছে, তার অবস্থা এখন স্থিতিশীল আছে। চলতি বছর লন্ডনজুড়ে হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে মঙ্গলবার ওই ব্যক্তি নিহত হওয়ার পর সেই সংখ্যা ৫৯-এ গিয়ে দাঁড়ালো।

--------------------------------------------------------
আরও পড়ুন : যুদ্ধ ঘোষণার ক্ষমতা পেলেন নেতানিয়াহু
--------------------------------------------------------

এদিকে পুলিশ কামবারল্যান্ড রোড ও এসসোলাডো ওয়ে ঘিরে রেখেছে। তাদের ধারণা এই দুই সড়কের মাঝামাঝি কোনো এক স্থানে ওই ব্যক্তি হামলার শিকার হয়েছেন।

পুলিশ ওই এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখছে। ফরেনসিক বিশ্লেষণের জন্য গুলির ব্যালিস্টিক পরীক্ষা করছেন গোয়েন্দারা।

ওই এলাকার একজন দোকানদার বলেছেন, তিনি মঙ্গলবার রাত ৯টার দিকে গুলির শব্দ শুনতে পেয়েছেন।

ডিটেকটিভ ইন্সপেক্টর জাস্টিন হাউয়িক বলেন, আপনাদের কাছে কোনো তথ্য থাকলে সেগুলো নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমরা ঘটনাস্থল পরীক্ষা-নিরীক্ষায় ব্যস্ত এবং ঘটনার পুরো চিত্রটা বোঝার চেষ্টা করছি। এদিকে লন্ডনে সবশেষ এই হামলার ঘটনায় কাউকেই গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

আরও পড়ুন :

এ/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh