• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

নির্যাতনের প্রতিবাদে হিন্দুত্ব ছেড়ে বৌদ্ধ হলেন তিনশ’রও বেশি দলিত

আন্তর্জাতিক ডেস্ক

  ২৯ এপ্রিল ২০১৮, ২৩:১০

নির্যাতনের প্রতিবাদে হিন্দুত্ব ছেড়ে বৌদ্ধ ধর্মে দীক্ষা নিয়েছেন তিনশ’রও বেশি ক্ষুব্ধ দলিত। রোববার এমনটা ঘটেছে ভারতের গুজরাটের গীর সোমনাথ জেলার দুটি গ্রামে। খবর বিবিসি।

২০১৬ সালে গুজরাতের উনার মোটা সমাধিয়ালা গ্রামে 'গো-রক্ষক' উচ্চ বর্ণের হিন্দুরা বেশ কয়েকজন দলিত যুবককে মরা গরুর চামড়া ছাড়ানোর জন্য জনসমক্ষে বেঁধে বেত দিয়ে পিটিয়েছিলেন।

রোববারের ধর্ম ত্যাগীদের তালিকায় রয়েছেন ওই নির্যাতিত যুবক ও তাদের পরিবারের সদস্যরাও।

নির্যাতিত এক যুবকের বাবা সারভাইয়াকে উদ্ধৃত করে টাইমস অব ইন্ডিয়া পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, আমাদের ছেলেদের নির্মমভাবে বেত মারার ঘটনার দুই বছর হলো। অথচ এখন পর্যন্ত রাজ্য সরকার কিছুই করলো না। আমরা সুবিচার পাইনি এবং অভিযুক্তরা জামিন পেয়ে ঘুরে বেড়াচ্ছে।

--------------------------------------------------------
আরও পড়ুন : রানী দ্বিতীয় এলিজাবেথে কি মুহাম্মদ (সা.) এর বংশধর?
--------------------------------------------------------

তিনি আরও বলেন, দলিত বিদ্রোহ এগিয়ে নিতেই আমরা বৌদ্ধ ধর্ম গ্রহণ করলাম। আরও যে সব দলিত নীরবে নির্যাতন ভোগ করছে, তারাও আজ অথবা কাল বৌদ্ধ হয়ে যাবে।

চলতি বছরের জানুয়ারিতে এই ধর্ম পরিবর্তনের হুমকি দিয়েছিল উনার মোটা সমাধিয়ালা গ্রামের দলিতরা।

সম্প্রতি তাদেরকে সিদ্ধান্ত পরিবর্তনের জন্য হুমকি দেয়া হয়েছিল। এ কারণে গ্রামের চারদিক কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ভারতে বিভিন্ন রাজ্যে বিভিন্ন ইস্যুতে দলিতরা সহিংস বিক্ষোভ করেছে।

আরও পড়ুন :

এপি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গৃহবধূকে নির্যাতনের পর হত্যা, স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজন পলাতক
কুষ্টিয়ায় আ.লীগ নেতাকে নির্যাতন, জেলা সভাপতির বহিষ্কার দাবি
‘জুলুম-নির্যাতন করে বিরোধীদল নিশ্চিহ্ন করা যাবে না’
যৌন নির্যাতনের অভিযোগে দোষী সাব্যস্ত 'স্কুইড গেম' অভিনেতা
X
Fresh