• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

মনোনয়নপত্র জমা দিলেন মাহাথির মোহাম্মদ

আন্তর্জাতিক ডেস্ক

  ২৯ এপ্রিল ২০১৮, ১৭:০৪

মালয়েশিয়ায় জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৯ মে। আর দেশটির জাতীয় নির্বাচনে বিরোধী দলের প্রধান নেতা হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। ২৮ এপ্রিল শনিবার তিনি তার মনোনয়নপত্র জমা দেন। খবর চ্যানেল নিউজ এশিয়া, আনাদোলু এজেন্সি।

মালয়েশিয়ার স্থানীয় দৈনিক ‘ফ্রি মালয়েশিয়া টুডে’ জানিয়েছে, শনিবার মাহাথির আগামী সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য নিজের মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি দেশের উত্তর-দক্ষিণাঞ্চল লানকি থেকে বিরোধী দলের প্রতিনিধি হবেন।

চলতি বছরের জানুয়ারি মাসে মালয়েশিয়ার বিরোধী দল মাহাথিরকে তাদের প্রধান এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেয়। দেশটির সরকারি বার্তা সংস্থা বারনামা জানিয়েছে, ১৫ মিলিয়ন ভোটার ২২২ জন পার্লামেন্টকে ৫ বছরের জন্য নির্বাচিত করবেন।

উল্লেখ্য, মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও আধুনিক মালয়েশিয়ার স্থপতি মাহাথির মোহাম্মদ। তিনি ১৯৮১ সালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। তার নেতৃত্বে ক্ষমতাসীন দল পর পর পাঁচবার সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করে। তিনি এশিয়ার সবচেয়ে দীর্ঘ সময় ধরে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন। ২০০৩ সালের ৩০ অক্টোবর তিনি স্বেচ্ছায় প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেন।

আরও পড়ুন :

এপি/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অনলাইনে মনোনয়নপত্র দাখিল সিস্টেম চালু করল নির্বাচন কমিশন
লক্ষ্মীপুরে ৫ ইউপিতে মনোনয়নপত্র জমা দিলেন ৩৫২ জন
২২ ইউপিতে নির্বাচন ২৮ এপ্রিল
বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হলেন যে ৫০ নারী
X
Fresh