• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

৫.৮ মাত্রার ভূমিকম্পে কাঁপলো পৃথিবীর ভূস্বর্গ

আন্তর্জাতিক ডেস্ক

  ২৯ এপ্রিল ২০১৮, ০৯:০৮

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে ৫ দশমিক ৮ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। একজন কর্মকর্তা জানিয়েছেন, শনিবার রাতে ওই ভূমিকম্পটি আঘাত হানে। তবে ভূমিকম্পের ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ওই কর্মকর্তা বলেছেন, ভূমিকম্পটি রাত পৌনে নয়টার দিকে রাজ্যটি বেশ কয়েকটি জায়গায় অনুভূত হয়। তিনি জানাচ্ছেন, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতমালা এলাকায়।
--------------------------------------------------------
আরও পড়ুন : ইসরায়েল একটি দুর্বৃত্ত রাষ্ট্র: ইরান
--------------------------------------------------------

উল্লেখ্য, কাশ্মীর উপত্যকা বিশ্বের অন্যতম একটি ভূমিকম্প প্রবণ এলাকা। অতীতে কাশ্মীর উপত্যকায় ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি ও ধ্বংসযজ্ঞের ঘটনা ঘটেছে।

সবশেষ ২০১৭ সালেও জম্মু ও কাশ্মীরে ৫ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছিল। তখনও কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে ২০০৫ সালের ৮ অক্টোবর ৭ দশমিক ৬ মাত্রার এক ভয়াবহ ভূমিকম্পে ভারত ও পাকিস্তান নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের ৪০ হাজারের বেশি মানুষ মারা যান।

আরও পড়ুন :

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতের রাষ্ট্রপতির কাছ থেকে পদ্মশ্রী নিলেন রেজওয়ানা চৌধুরী বন্যা  
কয়েক ঘণ্টায় ৮০ বারেরও বেশি কেঁপে উঠল তাইওয়ান
ভারত-পাকিস্তান সিরিজ প্রসঙ্গে রোহিতের সঙ্গে সুর মেলালেন আফ্রিদি
ভারতের পররাষ্ট্র সচিব যেদিন আসতে পারেন ঢাকায়
X
Fresh