• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

বাজেট নিয়ে চ্যালেঞ্জ ছুঁড়লেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

  ২৮ এপ্রিল ২০১৮, ২৩:২৭

আমি চ্যালেঞ্জ করছি যে কেউ পারলে বর্তমান সরকারের দেয়া বাজেটের একটা শব্দ পরিবর্তন করুক। বললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শহিদ খাকান আব্বাসি।

শনিবার সিন্ধু প্রদেশের ট্যান্ডো জ্যামে একটি গ্যাস প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে দেয়া বক্তব্যে বিরোধী দলের উদ্দেশে এই চ্যালেঞ্জ ছুঁড়ে দেন তিনি।

আব্বাসি বলেন, বর্তমান সরকার চাইলেই বাজেট পরিবর্তন করতে পারবে। এই সরকার জনবান্ধব বাজেট দিয়েছে। আগের সব সরকার নিজেদের পকেট ভরেছে, সাধারণ মানুষের জন্য কখনোই কাজ করেনি।

তিনি বলেন, পাকিস্তানের জনগণের কাছে আমরা যে অঙ্গীকারগুলো করেছিলাম, সেগুলোর অধিকাংশই পূরণ করেছি। আগের সরকারগুলোর সঙ্গে এই সরকারের তুলনা করে দেখলেই তা স্পষ্ট হয়ে যাবে।

--------------------------------------------------------
আরও পড়ুন : রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকবে অস্ট্রেলিয়া

--------------------------------------------------------

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, সরকার এমন কিছু পদক্ষেপ নিয়েছে যেগুলো প্রত্যেক পাকিস্তানির কর প্রদান নিশ্চিত করবে। বর্তমান সরকার করাচিতে আবারও প্রাণ ফিরিয়ে আনার জন্য বেশ কিছু সফল পদক্ষেপ নিয়েছে।

তিনি বলেন, আমরা ক্ষমতায় আসার আগে এখানকার মানুষ বাইরে বের হতে ভয় পেতো। কিন্তু এখন করাচির হোটেলগুলোতে থাকার জায়গা পাওয়া যায় না।

শনিবার সামা টিভির ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে।

আরও পড়ুন :

কে/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতীয় হৃদয়ে প্রাণ বাঁচল পাকিস্তানি তরুণীর
হায়দ্রাবাদকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিলো বেঙ্গালুরু
বাংলাদেশের উন্নতি দেখে এখন লজ্জিত হই : পাকিস্তানের প্রধানমন্ত্রী
পাকিস্তানের সংসদ ভবনে জুতা চুরি, খালি পায়ে ফিরলেন এমপিরা
X
Fresh