• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

নাইজেরিয়ায় বোকো হারামের হামলায় নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক

  ২৭ এপ্রিল ২০১৮, ২১:৪২
ফাইল ছবি

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় মেইদুগুরি শহরে সন্দেহভাজন বোকো হারাম জঙ্গিদের হামলায় পাঁচ আত্মঘাতী হামলাকারীসহ নয়জন নিহত হয়েছেন। দেশটির সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় ৫টা ১৫ মিনিটে শহরের জিদ্দারি-পলো এলাকায় সন্দেহভাজন বোকো হারাম জঙ্গিরা হামলা চালায়। খবর আনাদোলু এজেন্সির।

সেনাবাহিনী ও জঙ্গিদের মধ্যে দুই ঘণ্টাব্যাপী এই সংঘর্ষে শত শত বাসিন্দা ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যায়। বলেছেন উত্তরপূর্বাঞ্চলীয় অঞ্চলের জঙ্গিবিরোধী অভিযানের থিয়েটার কমান্ডার মেজর জেনারেল রজার্স নিকোলাস।

নাইজেরিয়ার সেনাবাহিনীর দাবি, তারা জঙ্গিদের হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছে। যদিও ন্যাশনাল ইমারজেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (নেমা) বলছে, শুক্রবার সকালে নয়টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

--------------------------------------------------------
আরও পড়ুন : চীনে ছুরিকাঘাতে সাত স্কুলশিক্ষার্থী নিহত
--------------------------------------------------------

স্থানীয়রা জানিয়েছেন, হামলার ঘটনায় আতঙ্কগ্রস্ত হয়ে একজন বয়োবৃদ্ধ লোকও মারা গেছেন।

নেমার উত্তরপূর্বাঞ্চলীয় সমন্বয়ক বশির গার্গা বলেছেন, উদ্ধারকর্মীরা ওই ব্যক্তির মৃতদেহ দেখতে পায়নি কারণ তিনি তার বাড়িতে মারা গেছেন। তিনি বলছেন, ওই বয়োবৃদ্ধ ব্যক্তি সেনাবাহিনী ও জঙ্গিদের মধ্যে লড়াইয়ের সময় ভয়ে মারা গেছেন।

গার্গা আরও বলেন, পাঁচজন আত্মঘাতী হামলাকারী বোমার বিস্ফোরণ ঘটালে তারাসহ আরও চারজন নিরপরাধ ব্যক্তি নিহত হন।

এদিকে ওই এলাকার পুলিশের মুখপাত্র এদেত ওকোন এক বিবৃতিতে জানিয়েছেন, হামলার ঘটনায় সাতজন আহত হয়েছেন। জঙ্গিদের সঙ্গে বন্দুকযুদ্ধের সময় পুলিশ কর্মকর্তাদের বহনকারী একটি সাঁজোয়া যানও ক্ষতিগ্রস্ত হয়েছে।

কেউই এই হামলার দায় স্বীকার করেনি। তবে এই হামলার জন্য বোকো হারামকে দায়ী করেছে নাইজেরিয়ার সেনাবাহিনী।

আরও পড়ুন :

এ/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নাইজেরিয়ায় স্কুল চলাকালীন ২৮৭ শিক্ষার্থী অপহৃত
শেখ হাসিনাকে নাইজেরিয়ার প্রেসিডেন্টের অভিনন্দন
নাইজেরিয়ায় রাজাকে গুলি করে হত্যা, রানিকে অপহরণ
X
Fresh