• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ইরানের সঙ্গে নতুন পরমাণু চুক্তির ইঙ্গিত দিলো যুক্তরাষ্ট্র-ফ্রান্স

আরটিভি অনলাইন ডেস্ক

  ২৫ এপ্রিল ২০১৮, ০৯:০৪

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে নতুন চুক্তির ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন। যুক্তরাষ্ট্র সফররত ফরাসি প্রেসিডেন্ট বলেছেন, নতুন ওই চুক্তিতে ইরানের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি ও মধ্যপ্রাচ্যে দেশটির ভূমিকার বিষয়টিও নিয়ে আসা হবে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৫ সালে ইরানের সঙ্গে ছয় জাতির ওই চুক্তি নিয়ে নিজের অসন্তোষ প্রকাশ করেছিলেন। প্রেসিডেন্ট ট্রাম্প ওই চুক্তিকে একটি ‘মারাত্মক ভুল’ হিসেবেও উল্লেখ করেন। পরে অবশ্য তিনি ‘আরও বড় পরিসরে, সম্ভাব্য, একটি চুক্তির’ ব্যাপারে আভাস দিয়েছিলেন। এমন প্রেক্ষিতেই ফ্রান্সের প্রেসিডেন্ট এ ধরনের মন্তব্য করলেন।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সময় সই করা ওই চুক্তির মেয়াদ আগামী ১২ মে শেষ হবে। অর্থাৎ ওই তারিখের পর এই চুক্তি আবারও নবায়ন করতে হবে। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তির মেয়াদ না বাড়ানোর হুমকি দিয়েছেন।

এদিকে ইরানকে মোকাবেলায় এই চুক্তির চেয়ে আর ভালো কোনো উপায় নেই বলে প্রেসিডেন্ট ট্রাম্পকে বোঝানোর চেষ্টা করছেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ। আগামী শুক্রবার জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল যুক্তরাষ্ট্র সফর করবেন বলে কথা রয়েছে। মার্কেলের ওই সফরে ইরানের পরমাণু চুক্তির বিষয়টি আলোচনা করা হবে বলে ধারণা করা হচ্ছে।

এরইমধ্যে চুক্তিভঙ্গ করা হলে ‘কঠোর পরিণতি'র ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি। তিনি বলেন, যদি কেউ এই চুক্তি ভঙ্গ করে, তাহলে তাদের জেনে রাখা উচিত যে আপনার জন্য কঠোর পরিণতি অপেক্ষা করছে। তিনি বলেন, ইরান যেকোনো পরিস্থিতির মোকাবেলায় প্রস্তুত রয়েছে।

অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ বলেছেন, যদি যুক্তরাষ্ট্র ছয় জাতির ওই চুক্তি থেকে বেরিয়ে যায়। তাহলে তেহরানও ‘সম্ভবত’ চুক্তি বাতিল করবে।

এ/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কেন ইরানের ইস্পাহানকেই টার্গেট করল ইসরায়েল 
সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশে সংকট বাড়বে জনতা ব্যাংকের
ইরানে বিস্ফোরণ: মার্কিন গণমাধ্যম বলছে ইসরায়েল হামলা করেছে
ইসরায়েলি হামলার প্রতিশোধের বিষয়ে যা জানাল ইরান
X
Fresh