• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

মাথার বদলে পায়ে অস্ত্রোপচার করলেন চিকিৎসক

আন্তর্জাতিক ডেস্ক

  ২৪ এপ্রিল ২০১৮, ১৭:৫২

মাথায় আঘাত লাগায় চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন বীজেন্দ্র ত্যাগী। কিন্তু চিকিৎসক ভুল করে মাথার বদলে পায়ে অস্ত্রোপচার করলেন। ১৯ এপ্রিল বৃহস্পতিবার এমন ঘটনা ঘটেছে ভারতের রাজধানী দিল্লিতে। খবর টাইমস নাউ।

অপারেশন থিয়েটারে অজ্ঞান থাকা রোগীও বলতে পারেননি যে ডাক্তার ভুল করছেন।

গত ১৮ এপ্রিল এক দুর্ঘটনায় মাথায় ও মুখে আঘাত পেয়ে সরকার পরিচালিত সুশ্রত ট্রমা সেন্টারে ভর্তি হয়েছিলেন গাজিয়াবাদের মন্ডোলার বাসিন্দা বীজেন্দ্র। পরেরদিন তার অস্ত্রোপচার করা হবে বলে জানান চিকিৎসকরা। ১৯ এপ্রিল সকাল নয়টায় তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা তার মাথার চিকিৎসা না করে পায়ের অস্ত্রোপচার করেন।

চিকিৎসকদের দাবি, এই মারাত্মক ভুল হয়েছে একই নামের দু’জন রোগী ভর্তির কারণে।

বীজেন্দ্র ত্যাগীর ছেলে অঙ্কিত ত্যাগী জানিয়েছেন, চিকিৎসক তার বাবার ডান পায়ে প্লেট বসানোর জন্য ছোট ছোট ছিদ্র করে দিয়েছে। তার কিছুক্ষণ পরেই আবার একটা সার্জারি করে দেয়া হয় তাদের নিজেদের ভুল ঢাকতে।

তিনি আরও বলেন, আমার বাবাকে অ্যানেসথেশিয়া দিয়ে বেহুশ করা হয়। তাই আমার বাবা কোনো আওয়াজ করতে পারেননি বা কিছু বলতেও পারেননি।

হাসপাতালটির সুপার অজয় বহাল বলেন, এই ঘটনায় অভিযোগের ভিত্তিতে একটি তদন্তকারী দল গঠন করা হয়েছে।

এপি/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোদির বিরুদ্ধে ইসিতে ২০ হাজার নাগরিকের চিঠি
পাকিস্তানে নয়, ‘হাইব্রিড’ মডেলেই চ্যাম্পিয়নস ট্রফি খেলতে চায় ভারত
সমুদ্রের বেআইনি কার্যকলাপ রুখতে যৌথ উদ্যোগ ভারত ও ওমানের
বাতাসেই ভেঙে পড়ল সেতু
X
Fresh