• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হওয়ার পথ সুগম হলো পম্পেওর

আন্তর্জাতিক ডেস্ক

  ২৪ এপ্রিল ২০১৮, ১৫:০৮

মার্কিন সিনেট প্যানেলের অনুমোদন পেলেন মাইক পম্পেও। সোমবার (২৩ এপ্রিল) অল্প ভোটের ব্যবধানে সিনেট প্যানেলের অনুমোদন পেলেন তিনি। খবর নিউ ইয়র্ক টাইমস।

এই অনুমোদনের ফলে সাবেক এই সিআইএ পরিচালকের জন্যে পররাষ্ট্রমন্ত্রী হবার পথ সুগম হলো।

ইরাক যুদ্ধ ও নজরদারি ইস্যুতে কয়েক সপ্তাহ ধরে পম্পেওর বিরুদ্ধে অবস্থান নেয়া রিপাবলিকান সিনেটর র‌্যান্ড পল শেষ মুহূর্তে নাটকীয়ভাবে সাবেক গোয়েন্দা প্রধানের পক্ষে ভোট দিয়ে সামান্য ব্যবধানে তাকে জিতিয়ে দেন।

সিনেট প্যানেলে যদি পম্পেও অনুমোদন না পেতেন তাহলে বিব্রতকর অবস্থায় পড়তেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিনেট প্যানেলের অনুমোদন ট্রাম্পকে বিব্রতকর অবস্থায় পড়া থেকে রক্ষা করেছে।

ট্রাম্প পম্পেওকে বর্তমান পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের স্থলাভিষিক্ত করতে চাইছেন।

উল্লেখ্য, চলতি বছরের গত মার্চ মাসে ট্রাম্প টিলারসনকে বরখাস্ত করেন। আর টিলারসনই সবচেয়ে কম সময় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী থাকলেন। সাম্প্রতিক সময়ে ইরান এবং উত্তর কোরিয়াসহ বেশকিছু ইস্যুতে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে মতদ্বৈততা ছিল টিলারসনের।

এপি/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরানে বিস্ফোরণ: মার্কিন গণমাধ্যম বলছে ইসরায়েল হামলা করেছে
জিয়া ছিলেন মুজিবনগর সরকারের ৪০০ টাকা বেতনের কর্মচারী: পররাষ্ট্রমন্ত্রী
ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল
দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর
X
Fresh