• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

সাবেক মার্কিন প্রেসিডেন্ট সিনিয়র বুশ হাসপাতালে

আন্তর্জাতিক ডেস্ক

  ২৪ এপ্রিল ২০১৮, ১১:৫৪

রক্ত সংক্রমণজনিত কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশকে। গত রোববার (২২ এপ্রিল) তাকে হিউস্টন মেথোডিস্ট হাসপাতালে ভর্তি করা হয়। সিনিয়র বুশের মুখপাত্র জিম ম্যাকগার্থ বিষয়টি নিশ্চিত করেছেন। খবর টেলিগ্রাফ।

এক বিবৃতিতে বলা হয়, ৯৩ বছর বয়সী সাবেক এ মার্কিন প্রেসিডেন্টকে রোববার হিউস্টন মেথোডিস্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার চিকিৎসা অব্যাহত রয়েছে। তার অবস্থার ক্রমেই উন্নতি ঘটছে।

স্ত্রী বারবারা বুশের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান চলাকালে যুক্তরাষ্ট্রের ৪১তম এ প্রেসিডেন্ট অনেককে অভিবাদন জানান এবং অনেকের সঙ্গে করমর্দন করেন। তিনি নিজে ও তার ছেলে জর্জ ডব্লিউ বুশসহ যুক্তরাষ্ট্রের চার সাবেক প্রেসিডেন্ট এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সিনিয়র বুশের স্ত্রী বারবারা বুশ গত ১৭ এপ্রিল মঙ্গলবার না ফেরার দেশে পাড়ি জমান।

উল্লেখ্য, জর্জ এইচ ডব্লিউ বুশ ১৯৮৯ থেকে ১৯৯৩ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। সে সময় ফার্স্ট লেডি হিসেবে হোয়াইট হাউসে ছিলেন বারবারা বুশ। পরে তার সন্তান জর্জ ডব্লিউ বুশ ২০০০ সালে ৪৩তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। দুই দফায় প্রেসিডেন্ট ছিলেন তিনি।

এপি/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
ইসরায়েলবিরোধী বিক্ষোভে উত্তাল মার্কিন বিশ্ববিদ্যালয়গুলো, গণগ্রেপ্তার
যুক্তরাষ্ট্র থেকে দেশে আসা গাঁজার চকলেট-কেক জব্দ, গ্রেপ্তার ৩
‘শ্রম আইন নিয়ে টালবাহানা করছে যুক্তরাষ্ট্র’
X
Fresh