• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

চীনে বারে আগুনে পুড়ে নিহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক

  ২৪ এপ্রিল ২০১৮, ১০:৩৭

চীনে দক্ষিণাঞ্চলে একটি বারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাতের এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত হয়েছেন অন্তত ১৮ জন। এছাড়া দগ্ধ হয়ে আহত হয়েছেন আরও পাঁচ জন। প্রাথমিক তদন্তে এটিকে অগ্নিসংযোগের ঘটনা বলে ধারণা করা হচ্ছে। দেশটির পুলিশ ও রাষ্ট্রীয় সংবাদ সংস্থা একথা জানিয়েছে। খবর এএফপি, নিউ ইয়র্ক টাইমস।

পুলিশ জানিয়েছে, রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

সামাজিক মাধ্যম ওয়েইবোতে কিংইউয়ান শহরের জননিরাপত্তা বিভাগ জানিয়েছে, প্রাথমিক তদন্তে জানা গেছে ইচ্ছাকৃতভাবে ওই অগ্নিকাণ্ড ঘটানো হয়েছে।

এ ব্যাপারে জননিরাপত্তা কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

উল্লেখ্য, নিরাপত্তার বিষয়গুলো ভালোভাবে মেনে না চলায় চীনে প্রায়ই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর আগে ২০১৫ সালে একটি নার্সিং হোমে অগ্নিকাণ্ডের ঘটনায় ৩৮ জন নিহত হয়। ২০১৭ সালের শেষের দিকে বেইজিংয়ে দু’টি অগ্নিকাণ্ডের ঘটনায় ৪৮ জনের বেশি মানুষ নিহত হয়।

এপি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীর শিশু হাসপাতালে আগুন
ইসরায়েলের বিরুদ্ধে ইরান একাই যথেষ্ট : চীন
বনানীতে চালু হলো চীনা ভিসা সেন্টার
রাজধানীর বনশ্রীতে আবাসিক ভবনে আগুন
X
Fresh